<p>৫৫ লক্ষাধিক মিটার অবৈধ জালসহ ৪৫ জনকে আটক করেছে নৌ পুলিশ। গত শুক্রবার থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।  একই সময়ে বিপুল পরিমাণ মাছ ও বিভিন্ন প্রজাতির বাগদা রেনু পোনা উদ্ধার করা হয়। এই অভিযানে মোট আটটি মামলা করা হয়। গতকাল বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (ট্রেনিং, ক্যারিয়ার অ্যান্ড মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী অভিযান চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৫৫ লাখ সাত হাজার ৬০০ মিটার অবৈধ জাল, এক হাজার ৮২ কেজি মাছ, বিভিন্ন প্রজাতির বাগদা রেনু পোনা ২৩ হাজার পিস এবং সাতটি ঝোপ ধ্বংস করা হয়।</p> <p>নৌ পুলিশের এই পুলিশ সুপার জানান, এই অভিযানে ছয়টি নিয়মিত মৎস্য মামলা, একটি নরহত্যা এবং একটি অপমৃত্যু মামলাসহ মোট আটটি মামলা করা হয়েছে। এ ছাড়া অভিযানকালে আটটি নৌকা এবং তিনটি বাল্কহেড জব্দ করা হয়। পাশাপাশি নৌ পুলিশের অধিক্ষেত্র থেকে তিনটি বালুবোঝাই ট্রাক এবং ছয় শ ঘনফুট বালু জব্দ করা হয়।</p>