<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর কুড়িল চৌরাস্তা ও নদ্দা সড়কে গতকাল রবিবার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এ সময় হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে দেখা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িল চৌরাস্তা ও নদ্দায় সড়কের মাঝামাঝিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে সড়কে আগুন দেন। দুপুর ১টার দিকে নদ্দা ফুট ওভারব্রিজের নিচে অবস্থান করছিল পুলিশ। সেই সময় পুলিশ ও তাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশকে সেখান থেকে সরিয়ে দিতে বিভিন্ন স্লোগান দিয়ে ধাওয়া করেন বিক্ষোভকারীরা। তখন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি হেলিকপ্টার খুব নিচ দিয়ে বারবার প্রদক্ষিণ করতে দেখা যায়। এ সময় হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। তখন বিক্ষোভকারীরা মূল সড়ক থেকে পিছু হটেন। নদ্দা ফুট ওভারব্রিজ থেকে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়তে ছুড়তে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এগোতে থাকেন। তখন পুরো এলাকা মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে, পথচারীসহ প্রায় ৮ থেকে ১০ জন আহত হন। বিক্ষোভকারীদের অনেকেই আশপাশের এলাকায় অলিগলিতে অবস্থান নেন। পুলিশ সরে গেলে বিক্ষোভকারীরা মূল সড়কে না থাকলেও বিভিন্ন অলিগলিতে স্লোগান দিতে থাকেন।</span></span></span></span></p> <p> </p>