<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও নৌ পুলিশ যৌথভাবে এক বর্ণাঢ্য নৌ শোভাযাত্রার আয়োজন করে। গতকাল বুধবার বিকেলে বর্ণিল আয়োজনে নৌ শোভাযাত্রাটি হাতিরঝিলের পুলিশ প্লাজা জেটি থেকে শুরু হয়ে এফডিসি জেটি পর্যন্ত ঘুরে পুনরায় ফিরে এসে শেষ হয়। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভরব মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও নৌ পুলিশের আয়োজনে শোভাযাত্রাটি উপস্থিত জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর এবং নৌ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শোভাযাত্রায় ১৫টি ক্যাটামেরাম বোট, নৌ পুলিশের স্পিডবোট, ফোল্ডিং বোট, ওয়াটার বাইকসহ শতাধিক পুলিশ সদস্য, মৎস্য অধিদপ্তর, বিএফডিসি, মৎস্যজীবীসহ মৎস্য রক্ষা ও সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তরের প্রতিনিধি ও সদস্যরা অংশ নেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নৌ পুলিশের কর্মকর্তারা জানান, নৌ পুলিশ দেশের মৎস্যসম্পদ রক্ষা ও সংরক্ষণে বিভিন্ন অভিযান পরিচালনা করছে। এসব অভিযানের কারণে অবৈধ কারেন্ট জালের উৎপাদন বহুলাংশে বন্ধ হয়েছে এবং অবৈধ ও অসাধু মৎস্য শিকারিদের দৌরাত্ম্য কমে গেছে। মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে দেশে মাছের প্রাচুর্য লক্ষ করা যাচ্ছে। দেশের অভ্যন্তরের আমিষের প্রয়োজন মিটিয়ে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে।</span></span></span></span></p> <p> </p>