<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ রেলওয়ে আজ সোমবার থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার থেকে যাত্রীবাহী লোকাল ও কমিউটার ট্রেন চলবে। ১৫ আগস্ট অর্থাৎ বৃহসপতিবার থেকে যাত্রীবাহী আন্ত নগর ট্রেন চলাচল শুরু হবে। মূলত সেদিন থেকে সব ধরনের ট্রেন চলাচল শুরু হবে। গতকাল রবিবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামীকাল থেকে ট্রেন চলাচল শুরু হলেও ১৫ আগস্ট থেকে আন্ত নগরসহ পুরো দমে ট্রেন চলবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গত ১৯ জুলাই থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়। তবে ২৫ জুলাই থেকে তেলবাহী ও গুরুত্বপূর্ণ পণ্যবাহী ট্রেন বিশেষ ব্যবস্থায় চলেছে।</span></span></span></span></span></p>