<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২০১ জন কর্মকর্তা। প্রশাসন ক্যাডারের দশম থেকে ২২তম ব্যাচের বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ইকোনমিক ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে যুক্ত হওয়া কর্মকর্তারাও রয়েছেন। দশম থেকে ২২তম ব্যাচের ১৬০ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। অন্যান্য ক্যাডার থেকে পদোন্নতি পেয়েছেন ৪১ জন। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।  এর আগে গত ১৩ আগস্ট প্রশাসন ক্যাডারের ১১তম থেকে ২৯তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বঞ্চিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ১১৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে তাঁরা সবাই পদোন্নতি বঞ্চিত ছিলেন। ফলে শেখ হাসিনার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার জনপ্রশাসনে রদবদলের পাশাপাশি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বঞ্চিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দের পদোন্নতি অব্যাহত রেখেছে।</span></span></span></span></span></p>