<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের টঙ্গীতে কয়েক দিন ধরে গার্মেন্টস ও বিভিন্ন শিল্প-কারখানায় সংঘটিত হওয়া নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং ভাঙচুর ঠেকাতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা অবস্থান কর্মসূচির মাধ্যমে বিসিকে গতকালও পাহারা বসিয়েছেন। গতকাল বুধবার সকাল ৯টা থেকে এই কর্মসূচি শুরু করেন। গত মঙ্গলবারও তাঁরা পাহারা দেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপি সূত্রে জানা যায়, টঙ্গীতে কয়েক দিন ধরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি করে একটি স্বার্থান্বেষী মহল শিল্প-কারখানা ধ্বংসের মিশনে নেমেছে। অপতৎপরতা প্রতিহত করে শিল্প-কারখানা এলাকায় সুন্দর কর্মপরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর বিএনপি। এ জন্য অবস্থান কর্মসূচির পাশাপাশি বিএনপি নেতারা বিভিন্ন কারখানার মালিক, কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে কর্মপরিবেশ নিয়ে কথা বলেছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে এ সময় টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলামসহ কয়েক শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, বিসিকে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা সরব থাকায় পরিস্থিতি স্বাভাবিক  রয়েছে।</span></span></span></span></p>