<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুমিল্লার মুরাদনগরে বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়েছে। রাস্তায়, গলিতে বাচ্চাসহ দল বেঁধে চলাচল করছে বেওয়ারিশ কুকুর। এদের আক্রমণে আহত হচ্ছেন অনেকে। ফজরের নামাজ আদায় এবং সকালে হাঁটাহাঁটি করতে বের হলেই কুকুরের আক্রমণের শিকার হতে হচ্ছে। হাসপাতালেও বাড়ছে কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা। তাদের বেশির ভাগই শিশু। বেওয়ারিশ এসব কুকুর নিয়ন্ত্রণে কোনো সরকারি বা এলাকাভিত্তিক উদ্যোগ নেই। এ নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তরত চিকিৎসক নুর উদ্দিন জানান, গত শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঁচজন শিশুসহ সাতজন কুকুরের কামড়ে আহত রোগীর চিকিৎসা করা হয়েছে। এ ছাড়া গত পাঁচ দিনে প্রায় ২৬ জন চিকিৎসা নিয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, কুকুরের কামড়ে আক্রান্তদের বেশির ভাগই উপজেলা সদর ইউনিয়নের কলেজপাড়া, হিরাকান্দা, সোনারামপুর ও যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া এলাকার বাসিন্দা। কুকুরের কামড়ে আহত সব রোগীকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। চিকিৎসা নিয়ে সবাই বাড়ি ফিরে গেছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউনিয়ন থেকে যদি আমাদের কাছে এই বিষয়ে সহযোগিতা চাওয়া হয় তাহলে আমরা বেওয়ারিশ কুকুর ধরে ভ্যাকসিনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুকুরের কামড়ে কেউ আহত হলে আক্রান্ত স্থানে ক্ষারযুক্ত সাবান দিয়ে ৩০ মিনিট সময় ধরে ভালো করে ঘষে পানিতে ধুতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে এসে টিকাসহ চিকিৎসা নিতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এ ছাড়া বেওয়ারিশ কুকুরের বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।</span></span></span></span></p> <p> </p>