<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মায়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর ও আশপাশের গ্রামে গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে গোলাগুলি, মর্টার শেল ও বিমান থেকে বোমা হামলা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে সীমান্তের এপারে গোলা ও বোমার বিকট শব্দ শোনা গেছে। বিমান থেকে বোমা হামলার পর বিস্ফোরণের ভয়ংকর শব্দে সীমান্তের মানুষের ঘরবাড়ি কেঁপে উঠেছে। দুই ঘণ্টা বিরতি দিয়ে গতকাল বিকেল থেকে আবার গোলাগুলি, মর্টার শেল ও বিমান থেকে বোমা হামলা চলছিল। রাতেও এর শব্দ শোনা গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব ঘটনায় উপজেলার শাহপরীর দ্বীপ, নোয়াপাড়া, সাবরাং ও পৌর এলাকার মানুষ ভয়ে নির্ঘুম রাত কাটিয়েছে। পরে দিন ও রাতেও আতঙ্কে ছিল তারা। স্থানীয় লোকজন জানিয়েছে, রাখাইনে গত দুই দিনের সংঘাতের ঘটনায় তারা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আতঙ্কে রয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে টেকনাফ সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে, ওপারে রাখাইনে নাফ নদের মায়ানমার সীমান্তে হঠাৎ করে বিমান এসে বোমা ফেলছে। বোমা বিস্ফোরণের সময় এপারে মানুষের ঘরবাড়ি কাঁপছে, মানুষ আতঙ্কে রয়েছে। ওপারের সংঘাতের সময় লক্ষ্যচ্যুত হয়ে গুলি, মর্টার শেল ও বিমান থেকে বোমা এপারে আঘাত হানার আশঙ্কা করছে সীমান্তের বাসিন্দারা। এই সংঘাতের প্রভাবে বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছে তারা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ হাসান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এক মিনিট বিরতি ছাড়াই গোলাগুলি, মর্টারের বিকট শব্দ লেগে আছে। রাতে আমরা ঘুমাতে পারিনি। মাঝেমধ্যে বিমান এসে ওপারে বোমা ফেললে আমাদের ঘরবাড়ি ভূমিকম্পের চেয়ে বেশি ভয়ংকরভাবে কেঁপে উঠছে। বোমার শব্দে ঘরে বাচ্চারা ঘুম থেকে জেগে উঠছে, বাবা-মাকে জড়িয়ে কান্নাকাটি করছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সাবরাং এলাকার বাসিন্দা মোহাম্মদ ফাহাদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের গ্রামের বিপরীতে রাখাইনের মংডু শহর। সেখানে সবচেয়ে বেশি সংঘাত চলছে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে। একেকটা বোমা বিস্ফোরণের শব্দে আমরা ভয়ে কেঁপে উঠছি, বাচ্চাদের অবস্থা তো আরো খারাপ। নাফের ওপারে যেভাবে বিমান থেকে বোমা ফেলা হচ্ছে, আমরা আতঙ্কিত না হয়ে পারছি না। একটু এদিক-ওদিক হলে বিপদ তো আমাদের ওপরই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেকনাফের বাসিন্দা কাতারপ্রবাসী ও ইতিহাসবিদ ডক্টর হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রামের বাড়িতে বেড়াতে এসে রাখাইনের গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শুনছি। বোমা বিস্ফোরণের সময় যেভাবে এপারের মাটি, ঘরবাড়ি কেঁপে উঠছে এবং স্থানীয়দের মুখে শুনলাম, তাদের ছোট বাচ্চারা ভয়ে হাউমাউ করে কেঁদে উঠছে। এসব কারণে শিশুর ওপর শারীরিক ও মানসিক ক্ষতিকর প্রভাব পড়তে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মায়ানমার প্রতিবেশী রাষ্ট্র; তাদের দেশে সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয়। তাই বলে প্রতিবেশী রাষ্ট্রের জনগোষ্ঠীকে নিয়মিত ভয় ও আতঙ্কের মধ্যে রাখা যাবে না। এ বিষয়ে সরকারের উচিত রাখাইনের পরিস্থিতি নিয়ে মায়ানমার সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে কথা বলা। এ বিষয়টি নিশ্চিত করতে হবে যে রাখাইনের চলমান পরিস্থিতির জন্য বাংলাদেশের সীমান্তের মানুষের জানমালের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং বাংলাদেশের জনগণকে আতঙ্কিত হতে না হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p> <p style="text-align:left"> </p>