<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেখানে বাংলাদেশিরা খুব খারাপ অবস্থায় আছে। নিজের বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে। রাস্তাঘাটে থাকতে হচ্ছে। আমি ১৫ দিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে সাগরপারে খোলা আকাশের নিচে ছিলাম।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ভোগের এই বিবরণ দেন লেবানন থেকে স্ত্রী-সন্তান নিয়ে দেশে ফেরত আসা প্রবাসী মোহাম্মদ হোসাইন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মোহাম্মদ হোসাইনের বাড়ি নরসিংদীতে। তিনি সাত বছর আগে লেবাননে গিয়েছিলেন। স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন তিন বছর আগে। তাঁদের ১১ মাস বয়সী সন্তান মাহাদির জন্ম লেবাননেই।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিমানবন্দরে হোসাইন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেখানে (লেবানন) এখন খুব ঠাণ্ডা পড়ছে। খুব বাতাস, খুব খারাপ অবস্থা। যত দ্রুত সম্ভব, যারা দেশে ফিরতে চায়, তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। সরকার যেন আমাদের পুনর্বাসন করে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন হোসাইন। চোখ মুছে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি যেখানে থাকতাম, সেই ভবনের পাশের চার-পাঁচটি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। বোমার বিকট শব্দে থাকা যায় না। হৃৎপিণ্ড সব সময় লাফাতে থাকে। ইসরায়েলি বিমান সব সময় আকাশে উড়তে থাকে। কখন বোমা ফেলে, এ নিয়ে আতঙ্কে থাকতে হয়। লেবাননের এমন কোনো জায়গা নেই যেটা নিরাপদ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সন্ধ্যা ৬টার দিকে লেবানন থেকে প্রথম দফায় ৫৪ জন বাংলাদেশি প্রবাসী ফেরত আসে। তাদের বিমানবন্দরের অভ্যর্থনা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেখানে প্রায় এক লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে। তার মধ্যে এক হাজার ৮০০ জন দেশে ফিরে আসার ইচ্ছা পোষণ করেছে। এই সংখ্যা বাড়তে পারে, আবার কমতেও পারে। সরকার আইওএমের সহযোগিতায় তাদের বিনা খরচে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য যত রকম প্রচেষ্টা নেওয়া যায়, সেটা নিচ্ছে। আজকে ৫৪ জন এসেছে। এর মধ্যে ২০ জন নারী রেমিট্যান্সযোদ্ধা রয়েছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপদেষ্টা আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তারা আমাকে বলল, সেখানে ইসরায়েলের বাহিনী এমন ভয়াবহ হামলা করছে যে তারা দক্ষিণ লেবানন থেকে উওর লেবাননে গিয়েও হামলার শিকার হয়েছে। লেবাননে এমন কোনো জায়গা নেই যেখানে তারা নিজেদের নিরাপদ রাখতে পারে। আমাদের অনেক ভাই-বোন সমুদ্রের পারে মানবেতর জীবন কাটাচ্ছে। তাদের ফিরিয়ে আনার জন্য যত টাকা প্রয়োজন আমরা খরচ করব। তাদের সহয়তা দিতে আমাদের এরই মধ্যে ১৭ কোটি ৫৫ লাখ টাকা খরচ হয়েছে। এর মধ্যে খাদ্য সহায়তা বাবদ ৫৫ লাখ টাকা খরচ হয়েছে। আইওএম তাদের খরচে ২০০ জনকে নিয়ে আসবে। ওখানকার পরিস্থিতি ভালো হলে তারা ফেরত যেতে পারবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span></strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্রুত সব কর্মী ফিরিয়ে আনুন</span></span></strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবানন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> থেকে দ্রুত সব বাংলাদেশি প্রবাসী কর্মীকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন মুন্সীগঞ্জের ঊষা আক্তার। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিস্থিতি ভালো হলে আবারও লেবাননে যাওয়ার ইচ্ছা আছে। কারণ কাজ করে তো বাঁচতে হবে। সাড়ে চার বছর সেখানে ছিলাম। বাসাবাড়িতে কাজ করতাম।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরেক প্রবাসী মুন্সীগঞ্জের রাজন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১০ বছর ছিলাম। খালি হাতে এসেছি। কখনো চিন্তা করিনি খালি হাতে আসব। সরকারের কাছে চাওয়া, আমাদের এখানে কাজের ব্যবস্থা করে দিক; নয়তো অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া হোক।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল লেবানন থেকে ফেরত আসা কর্মীদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন আইওএম বাংলাদেশের অ্যাক্টিং চিফ অব মিশন নুসরাত গাজ্জালি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবানন থেকে আগামীকাল বুধবার দ্বিতীয় দফায় ৬৫ প্রবাসী বাংলাদেশি (দুই শিশু, ৬৩ নারী-পুরুষ) ফিরবে। তাদের নিয়ে সন্ধ্যা ৬টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে উড়োজাহাজ। গতকাল লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।</span></span></span></span></p>