<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নকলনবিশদের চাকরি জাতীয়করণের দাবি দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতারা। তাঁরা নকলনবিশদের মজুরি কাঠামো না থাকা, চাকরিকালীন ও অবসরকালীন সুবিধা না থাকা এবং কর্মরত নারীদের বিভিন্ন দুর্ভোগ তুলে ধরেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুলের সই করা এক বিবৃতিতে এই আহবান জানানো হয়।</span></span></span></span></span></p>