<p>চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মচারীরা। কর্মসূচির এক পর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বিঘ্নিত হয়, ভোগান্তিতে পড়ে যাত্রী ও পথচারীরা। গতকাল শনিবার সকাল ১১টার দিকে ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আউটসোর্সিং কর্মচারীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি হয়। সমাবেশে আরো অংশ নেন ঢাকা ওয়াসা, বারডেম হাসপাতালসহ বিভিন্ন সরকারি দপ্তর ও অধিদপ্তরের আউটসোর্সিং, দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্পে কর্মরত কর্মচারীরা। পরে বিকেল ৪টায় বিক্ষোভকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনাতে যান। দাবির বিষয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেন। এরপর বিক্ষোভকারীদের একদল সমন্বয়ক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখান থেকে ফিরে তাঁরা জানান, তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। পরে তাঁরা সড়ক অবরোধ তুলে নেন। এতে যান চলাচল স্বাভাবিক হয়।</p> <p> </p> <p> </p> <p> </p>