<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর দুই সিটি করপোরেশনে ১৩টি সাবস্টেশনে সুলভ মূল্যে গতকাল রবিবার থেকে ডিম বিক্রির কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়েছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে নির্ধারিত বিভিন্ন এলাকা ঘুরে এসব কার্যক্রম দেখা যায়নি। সুলভ মূল্যে ডিম বিক্রির কার্যক্রমের দায়িত্বে আছে পোলট্রিশিল্পের উদ্যোক্তাদের সংগঠন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতারা বলছেন, বাজারে ডিমের দাম কমে যাওয়ার কারণে সুলভ মূল্যে ডিম বিক্রির কার্যক্রম আলাদাভাবে শুরু করা যায়নি। পাইকারি ও খুচরা বিক্রেতাদের মাধ্যমে সুলভ মুল্যে এসব ডিম বিক্রি করা হচ্ছে। ট্রাক সেল বা বুথ বসিয়ে এসব ডিম বিক্রি করা হচ্ছে না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের তেজগাঁও বাজার, মিরপুর-১, মিরপুর-১০, মোহাম্মদপুর কৃষি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট (মোহাম্মদপুর) ও উত্তরা-১০ (খামারপাড়া রোড) স্থানগুলোয় এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাপ্তান বাজার, নিউ মার্কেট, খিলগাঁও, জুরাইন, কোনাপাড়া, সারুলিয়া, শনির আখড়া, চিটাগাং রোডসহ ১৩টি কেন্দ্রে প্রতিদিন ২০ লাখ ডিম সরাসরি উৎপাদক থেকে এজেন্ট বা ডিলারের মাধ্যমে ভোক্তাদের জন্য সরবরাহ করা হওয়ার কথা ছিল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে গতকাল রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁও বাজারে গিয়ে সুলভে ডিম বিক্রির কোনো কার্যক্রম দেখা যায়নি। তবে বর্তমানে ডিমের চাহিদা কমে যাওয়ায় সরকার নির্ধারিত দরের চেয়ে কিছুটা কমে পাইকারি বাজারগুলোতে ডিম বিক্রি করতে দেখা গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (কার্যক্রম উপবিভাগ) আতিয়া সুলতানা কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিম বিক্রির প্রথম দিনের কার্যক্রয় সম্পর্কে ব্রিডার্স এখন পর্যন্ত আমাদের জানায়নি। এ বিষয়ে ব্রিডার্সের সঙ্গে কথা বলতে পারেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখন ডিমের দাম অনেক কমে যাওয়ার কারণে ডিম বিক্রির কার্যক্রম সেভাবে শুরু করা যায়নি। তবে আমরা পাইকারি ও খুচরা বিক্রেতাদের মাধ্যমে সুলভ মূল্যে ডিম বিক্রি করছি। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামেই খামারি পর্যায়ে ডিম করা হচ্ছে। খামার থেকে প্রতিটি ডিম ১০ টাকা ৫৮ পয়সায় বিক্রির কথা থাকলেও এখন বিক্রি করা হচ্ছে ১০ টাকা ২০ পয়সায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আর তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. আমানত উল্লাহ কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা গত ১৮ অক্টোবর থেকেই তেজগাঁও বাজারে সরকার নির্ধারিত দরে ডিম বিক্রি করছি। এখন সরকার নির্ধারিত দরের চেয়েও কমে পাইকারিতে ডিম বিক্রি করছি আমরা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"> </p>