<p>নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন, বাংলাদেশে যখন স্বাধীনতার সার্বভৌমত্ব যখন বিপন্ন হচ্ছিল, আধিপত্যবাদ কায়েম হচ্ছিল তখন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আবার স্বাধীনতার পর একদলীয় বাকশাল কায়েমের কারণে আওয়ামী লীগ যখন এই দেশ থেকে বিলুপ্ত করা হয়েছিল তখন আওয়ামী লীগের পুণঃজন্ম দিয়েছিল জিয়াউর রহমান।</p> <p>বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে খায়রুল কবির খোকন এসব কথা বলেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতে বসে শেখ হাসিনার মোবাইল ফোন ব্যবহার ও বিবৃতি নিয়ে ঢাকার অসন্তোষ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731579050-de2d631cf64ae96008bc39b9fe6bc5f9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতে বসে শেখ হাসিনার মোবাইল ফোন ব্যবহার ও বিবৃতি নিয়ে ঢাকার অসন্তোষ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/14/1446570" target="_blank"> </a></div> </div> <p>খায়রুল কবির খোকন বলেন, জিয়াউর রহমান মাত্র সাড়ে ৩ বছরে এই দেশকে কোথায় নিয়ে গিয়েছিল তা আমরা জানি। পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রনায়কের মৃত্যুর পর এতো বড় জানাযার নামাজ কারো হয় নাই। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাযায় ৪০ লাখ লোক হয়েছিল। তখন বিভিন্ন পত্রিকায় শিরোনাম হয়েছিল একটি লাশের পাশে পুরো দেশ।</p> <p>র‌্যালিতে জেলা বিএনপির, বিভিন্ন উপজেলা বিএনপি ও যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, উলামাদলের প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নেয়। এছাড়া র‌্যালিতে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল বাছেদ, মহসীন হোসেন বিদ্যুৎ, মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব প্রমুখ।</p>