<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগের নেতাকর্মীদের কমিটিতে অন্তুর্ভুক্তির প্রতিবাদের বিএনপির বঞ্চিত নেতাকর্মীদের মানববন্ধনে মারামারির ঘটনায় তোলপাড় চলছে রংপুরে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রংপুরের গঙ্গাচড়ার মর্নেয়া ইউনিয়নের খলিফার বাজারে এই মারামারি হয়। এর আগে শুক্রবার বিকেলে বিএনপির মর্নেয়া ইউনিয়নের আহ্বায়ক মীর কাশেম মিঠু ও সদস্যসচিব আব্দুল মাবুদের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মী ও দোসরদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে অভিযোগ তুলে তা বাতিলের জন্য মানববন্ধন করে। এতে অংশ নেন মর্নেয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হক ও সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সাবেক নেতাকর্মীরা।  এ সময় মানববন্ধনকারীরা আওয়ামী লীগের লোকজন বাদ দিয়ে বিএনপি নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠন করার দাবি জানান।</span></span></span></span></span></p>