<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আয়তন ও জনসংখ্যা এবং রাজনৈতিক গুরুত্বের দিক বিবেচনায় চট্টগ্রাম মহানগরকে দুটি আলাদা রাজনৈতিক সাংগঠনিক জেলায় রূপ দেওয়ার দাবি তুলেছেন চট্টগ্রাম নগর বিএনপির তৃণমূল পর্যায়ের একাধিক নেতা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাঁদের বক্তব্য, প্রায় ৫০ লাখ জন-অধ্যুষিত এই নগরে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী রয়েছেন, যাঁরা সাংগঠনিকভাবে নেতৃত্ব দেওয়ার মতো যথেষ্ট প্রাজ্ঞ। কিন্তু নেতাকর্মীদের বড় একটা অংশ ওয়ার্ড বা থানা পর্যায়ে আটকে থাকে ওপরের দিকে স্থান না পাওয়ায়। যথেষ্ট যোগ্যতা থাকার পরও নেতৃত্ব বাছাইয়ে থানা ও ওয়ার্ড পর্যায়ের যোগ্যতাসম্পন্ন অনেক তৃণমূল নেতা নগর কমিটি পর্যন্ত পৌঁছাতে পারেন না। নগর নেতাদের আশীর্বাদ ধন্য হতে না পারলে নগর তো দূরের কথা, থানা কমিটিতেও স্থান পাওয়া দুরূহ হয়ে পড়ে। একসময় তৃণমূলের এসব নেতার মধ্যে হতাশা সৃষ্টি হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">থানা ও ওয়ার্ড পর্যায়ের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, চট্টগ্রাম মহানগরীর বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর রাজনীতিতে গতিশীলতা আনতে এবং নতুন নেতৃত্ব সৃষ্টির পথ তৈরি করতে হলে মহানগরীকে দুটি অঞ্চলে ভাগ করা এখন সময়ের দাবি। নগর বিএনপি ও যুবদলের বেশ কয়েকজন নেতা মনে করেন, বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।</span></span></span></span></span></p>