<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষে রামু উপজেলার ধলিরছড়া এলাকায় শতকোটি টাকা মূল্যের সরকারি বনভূমি দখল করে রেখেছেন পতিত আওয়ামী লীগ সরকারের জাতীয় সংসদের সাবেক হুইপ ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া ও কারিগরি কলেজ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামসংবলিত একটি সাইনবোর্ড টাঙিয়ে ওই জমির দখল নেন তিনি। দীর্ঘ ১৭ বছর ধরে ওই জমির দখল ও শাসন করছেন প্রতাপশালী সাবেক এই সংসদ সদস্য।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খোঁজ নিয়ে জানা যায়, ২০০৮ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর খাটিয়ে অনেকটা ফিল্মি স্টাইলে সশরীরে হাজির থেকে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে জোয়ারিয়ানালা ইউনিয়নে মহাসড়কের পাশে ধলিরছড়া মৌজার অন্তত ৩০ একরের বেশি বনভূমি দখল নেন সাইমুম সরওয়ার কমল। দখলের পরপরই ক্রীড়া ও কারিগরি কলেজ নাম দিয়ে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, সরকারি ওই জমি দখলের পর ১৭ বছর পার হলেও এখন পর্যন্ত ওই জমিতে কোনো ক্রীড়া কলেজ গড়ে ওঠেনি, বরং ওই জমিতে সরকারি বরাদ্দ নিয়ে একটি টিনশেড আধাপাকা ভবন নির্মাণ করে সেই টাকাও গচ্চা দেওয়া হয়েছে। সেই ভবন এখন মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে।</span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র মতে, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের ধলিরছড়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ১০৩২৪ দাগের প্রায় ২৯ একর জমি দখলে নেওয়ার আগে বনায়নের হাজার হাজার গাছে পরিপূর্ণ ছিল। সেখানে ছিল সবুজের সমারোহ। মাঝখানে বিশাল খোলা মাঠ এবং মাঠের চারপাশ ছিল ছোট-বড় মিলিয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষে পরিপূর্ণ। রশিদনগর, জোয়ারিয়ানালা ইউনিয়ন তথা রামু উপজেলার মানুষ কোলাহলমুক্ত একটু সতেজ ও প্রশান্তির জন্য সেখানে ছুটে যেত। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম জানান, ক্রীড়া ও কারিগরি কলেজের নাম দিয়ে সরকারি জমি দখল করা হয়েছিল। ওই জমি এখন সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।</span></span></span></span></span></p>