<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের কালিয়াকৈরের পূর্বচান্দরা মুন্সির টেক এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বনের জমিতে গড়ে তোলা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১০ কোটি টাকার বনভূমি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহম্মেদের নেতৃত্বে যৌথ বাহিনীর ওই অভিযান পরিচালিত হয়। জানা যায়, কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন বিভিন্ন বনবিটের অধীনে গত ৫ আগস্টের পর বনের জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। উদ্ধারকৃত জমির পরিমাণ প্রায় ছয় একর বলে জানা গেছে। এ সময় সহকারী বন সংরক্ষক রেজাউল আলম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভবিষ্যতে যাতে বনাঞ্চলগুলো আবারও অবৈধ দখলের শিকার না হয়, সে জন্য নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p>