<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৮৬ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে সুন্দরবনের দুর্গম স্থানে পৌঁছে ছয় মাসের শিশুযাত্রীকে চিকিৎসা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে বোটে করে মোংলা বেইস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-এ স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে খুলনায় পাঠানো হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">. কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্য জানান। তিনি বলেন, ৭ নভেম্বর ৫০ জনের একটি পর্যটকদল এমভি উৎসব নামের জাহাজে সুন্দরবন ভ্রমণের উদ্দেশে যাত্রা করে। রাত সাড়ে ১১টার দিকে সংরক্ষিত অঞ্চল কটকায় পৌঁছলে এক শিশুযাত্রী অসুস্থ হয়ে পড়ে। কটকা থেকে মোংলা অথবা খুলনার দূরত্ব আনুমানিক ৮৬ কিলোমিটার, যেতে লাগে প্রায় ৯ ঘণ্টা। কাছাকাছি দূরত্বে জনবসতি কিংবা জাহাজে কোনো চিকিৎসক নেই। টেলিযোগাযোগের একমাত্র অবলম্বন টেলিটকের একটি মাত্র ফোন। সে জাহাজে ছিলেন সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বিষয়টি কোস্ট গার্ড সদর দপ্তরকে অবহিত করেন। কোস্ট গার্ড সদর দপ্তর কার্যকরী পদক্ষেপ নিতে কোস্ট গার্ড পশ্চিম জোনকে নির্দেশ দেয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্দেশ পেয়ে সার্জন লে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">. মোহাম্মদ রায়হানুল জান্নাহর নেতৃত্বে সাত সদস্যের একটি মেডিক্যাল দল হাই স্পিডবোটে কটকায় পৌঁছায়। পরে মোহাম্মদ রায়হানুল জান্নাহ এএমসি ট্যুরিস্ট জাহাজটিতে অসুস্থ শিশুটিকে জরুরি প্রাথমিক চিকিৎসা দিয়ে বোটে অত্যন্ত দ্রুততার সঙ্গে মোংলা বেইস-এ স্থানান্তর করেন। পরে কোস্ট গার্ডের নিজস্ব অ্যাম্বুল্যান্সে খুলনায় বিশেষায়িত হাসপাতালে পাঠিয়ে শিশুটির চিকিৎসা নিশ্চিত করা হয়।</span></span></span></span></p>