<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে পুণ্যস্নান করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ ছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হয়েছে মণিপুরি রাসোৎসব। প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কলাপাড়া (পটুয়াখালী) : বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার শেষ রাত পর্যন্ত চলে নামকীর্তন, পূজা-অর্চনা। পুণ্যস্নান শেষে শুক্রবার সকাল থেকে কলাপাড়া মদনমোহন সেবাশ্রম চত্বরে রাসপূজা ও পাঁচ দিনব্যাপী রাসমেলায় মিলিত হয় হাজারো পুণ্যার্থী।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল পূর্বাকাশে লাল আভা ছড়িয়ে ওঠা সূর্য আলো ছড়ানোর সঙ্গে সঙ্গে লাখো পুণ্যার্থীদের ঢল নামে সমুদ্রসৈকতে। জীবনের সামগ্রিক সফলতা অর্জন, রোগ-শোক এবং পাপ থেকে মুক্তি লাভের জন্য নানা বয়সের মানুষ শতবর্ষী এই তীর্থ স্থানে এসেছেন সমুদ্র স্নানের জন্য। প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সমুদ্রতীরেই নানা পূজা-অর্চনার মাধ্যমে পুণ্যতা লাভ করতে পেরেছেন বলে বিশ্বাস লাখো সনাতন ধর্মাবলম্বীর।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল বরন দাস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শান্তিপূর্ণভাবে কুয়াকাটায় পুণ্যস্নান সম্পন্ন হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কলাপাড়া মদনমোহন সেবাশ্রমের সভাপতি নাথুরাম ভৌমিক বলেন, মন্দির চত্বরে পাঁচ দিনব্যাপী রাসমেলা শুরু হয়েছে। চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাসপূজা ও গঙ্গাস্নান উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি এবং নিশ্ছিদ্র নিরাপত্তা, সুপেয় পানিসহ বিভিন্ন সেবামূলক ব্যবস্থা করা হয়েছে কুয়াকাটা ও কলাপাড়ায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে মণিপুরি সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা শুরু হয়। গতকাল দুপুরে তুমুল হৈচৈ, আনন্দ-উৎসাহে ঢাকঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ ও তাঁর সখি রাধার লীলাকে ঘিরে এই উৎসব শুরু হয়। ছোট ছেলেমেয়েরা রাখাল নৃত্য পরিবেশন করে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভক্তরা নৃত্যরত শিল্পীদের বাতাসা ও টাকা উপহার দেন। উৎসব উপলক্ষে নানা ঐতিহ্যবাহী সাজে মেতেছে মণিপুরিপাড়া। রাতভর বৈষ্ণব সাহিত্যের রাধা-কৃষ্ণের প্রেমলীলার নৃত্যগীতাভিনয় রাসলীলার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হবে। মূল রাসলীলা রাত ১২টা থেকে শুরু হয়ে পরদিন ভোর পর্যন্ত চলবে।</span></span></span></span></p>