<p>এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯০ জন রোগী। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।</p> <p>গত এক দিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩২৬ জন, ঢাকা বিভাগে ২৩৪ জন, চট্টগ্রামে ১০৩ জন, খুলনায় ১৪৬ জন, বরিশালে ৮১ জন, রাজশাহী বিভাগে ৫৯ জন, ময়মনসিংহে ৩৮ জন, রংপুর বিভাগে দুজন এবং সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছে।</p> <p>নতুন রোগীদের নিয়ে চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৭১৫ জনে। ডেঙ্গুতে আক্রান্তের এ সংখ্যা দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।</p> <p>গতকাল যারা মারা গেছে তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে তিনজন ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে দুজন চিকিৎসাধীন ছিল। এ ছাড়া বরিশাল বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে একজন ও ঢাকা বিভাগে একজন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭১ জনে। ডেঙ্গুতে মৃত্যুর এ সংখ্যা দেশের ইতিহাসে দ্বিতীয়।</p> <p>বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছে তিন হাজার ৫২২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৩৭৩ জন; আর দুই হাজার ১৪৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।</p> <p>এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৩ হাজার ১৭০ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ হাজার ৫৪৫ জন।</p> <p>স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষক করে দেখা গেছে, সবচয়ে বেশি আক্রান্ত হয়েছে ১৬ থেকে ৩০ বছরের মানুষ। এই বয়সে আক্রান্ত ৩৭ হাজার ৪০৯ জন, যা মোট আক্রান্তের ৪২ শতাংশ। ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা গেছে ২১ থেকে ৪০ বছরে বয়সীরা। এই বয়সে মারা গেছে ১৬৮ জন, যা মোট মৃত্যুর ৩৫.৬৬ শতাংশ।</p> <p>এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় তিন লাখ ২১ হাজার ১৭৯ জন, মারা যায় ১৭০৫ জন। ২০২২ সালে ভর্তি ৬২ হাজার ৩৮২ জন, মৃত্যু ২৮১ জন। ২০১৯ সালে হাসপাতালে ভর্তি রোগী ছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন, মৃত্যু হয় ১৭৯ জনের।</p>