<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারের চার মাস পার হয়েছে। এই সময়ে বারবার আলোচনায় এসেছে নির্বাচনের কথা। তবে নির্বাচন কবে হবে তা সরকার থেকে এখনো পরিষ্কার করা হয়নি। অন্য বড় রাজনৈতিক দলের মতোই নির্বাচনের জন্য মুখিয়ে আছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও। ভোটে জনগণের রায় মেনে নিতে প্রস্তুত দলটি। তাই দ্রুত নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন দলটির নেতারা। তবে ভোটের আগে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায় আওয়ামী লীগ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কালের কণ্ঠের কথা হয়েছে। তারা বলছেন, নির্বাচন গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের বিকল্প নেই। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের রোডম্যাপ সরকারকেই দিতে হবে। সেই সঙ্গে নির্বাচন নিরপেক্ষ করতে চায় কি না সেই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য কালের কণ্ঠকে বলেন, বর্তমানে দেশে আইনের শাসন নেই। বিচার বিভাগে বিচার হচ্ছে না। থানা ও আদালতে স্বাভাবিক কার্যক্রম নেই। দেশে মানবাধিকারের অস্তিত্ব নেই। মব থামছে না। শেখ হাসিনার নামে ২৫০টির বেশি হত্যা মামলা দেওয়া হয়েছে। এসবই উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসার মামলা। দেশে এমন পরিস্থিতি টিকিয়ে রেখে কিভাবে ভালো নির্বাচন সম্ভব? </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এখন যারা ক্ষমতা দখল করে রেখেছেন, তাদের ব্যর্থতা লুকিয়ে নেই। দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে দায়িত্ব ছেড়ে দিয়ে তাদের সরে যাওয়া উচিত। আওয়ামী লীগ জনগণের দল। ভোটে জনগণের রায় মেনে নিতে আওয়ামী লীগ প্রস্তুত আছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে আওয়ামী লীগের নির্বাচনের মাঠ গোছানো সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দলের প্রায় সব কেন্দ্রীয় নেতার নামেই হত্যা মামলা রয়েছে। নেতাকর্মীদের মন থেকে এখনো হামলা-মামলার ভয় কাটেনি। প্রকাশ্যে দলীয় কর্মসূচি করার অবস্থাও নেই। এমন পরিস্থিতি বজায় থাকলে ভোটের প্রস্তুতি নেওয়া কঠিন হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং ধানমণ্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়সহ দেশের প্রায় কার্যালয় এখনো ধংসস্তূপ হয়ে আছে। নির্বাচনের আগে দলের স্বাভাবিক কার্যক্রমে ফেরাটাও গুরুত্বপূর্ণ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতা কালের কণ্ঠকে বলেন, নির্বাচন নিয়ে এখনো ভাবার সময় আসেনি। নির্বাচনে যদি দেরি হয় আর কোনো রকম বিচার করে আওয়ামী লীগের বড় নেতাদের শাস্তি দেওয়ার লক্ষ্য থাকে, তাহলে সমীকরণ বদলে যাবে। কবে নাগাদ নির্বাচন হচ্ছে সেটা জানার পর পরিস্থিতি বুঝে দলীয় পরিকল্পনা আগানো হবে। ভোটের আগে দলের হাজার রকমের প্রস্তুতি থাকে। সেই প্রস্তুতি নিতে অন্য রাজনৈতিক দলের মতো আওয়ামী লীগও অনুকূল পরিবেশ পাবে কি না, সেটিও দেখতে হবে।</span></span></span></span></span></p>