<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় সাড়ে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এম নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করা হয়েছে। দুদকের পরিচালক মো. আবুল হাসনাত বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি ৪৭ কোটি ১৯ লাখ টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, আসামি এ এম নাঈমুর রহমান দুর্জয় সংসদ সদস্য থাকাকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মোট ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।</span></span></span></span></span></p>