<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা যায়, ফোনকলে আড়িপাতা, মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ও ফাঁস ইত্যাদি বেআইনি কার্যক্রমের মাধমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে।</span></span></span></span></span></p>