<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মায়ানমারে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র দেখতে আগ্রহী বাংলাদেশ। আশ্রিত রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর‌্যাদার সঙ্গে দেশটির রাখাইন রাজ্যে ফিরতে, আত্মবিশ্বাসী করতে, বাংলাদেশ সেখানে অনুকূল পরিবেশ দেখতে চায়। এ জন্য রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি রোডম্যাপ করার আহবান জানিয়েছে ঢাকা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গতকাল অনানুষ্ঠানিক পরামর্শ সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এসব বিষয় তুলে ধরেন। </span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়াম্পংসার সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মায়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে।</span></span></p>