<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল, তাঁর স্ত্রী সাবেক এমপি সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান এবং মেয়ে ওয়াফা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির একটি মামলায় অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় তাঁদের বিরুদ্ধে ৩১৮ কোটি টাকার সন্দেহভাজন লেনদেন এবং প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। ২০২০ সালের ১১ নভেম্বর মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল, তাঁর স্ত্রী সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান এবং মেয়ে ওয়াফা ইসলামের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। ওই মামলায় আসামিদের বিরুদ্ধে দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৪৮ কোটি টাকা হুন্ডির অভিযোগ আনা হয়। মামলার বাদী ছিলেন উপপরিচালক মো. সালাহউদ্দিন। দুদক সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে ১০ কোটি ৯৭ লাখ আট হাজার ৩২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। </span></span></span></span></span></p>