ভারত থেকে অপ্রয়োজনীয় সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করতে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বাণিজ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে গতকাল রবিবার রেজিস্ট্রি ডাকে এ নোটিশ পাঠান মো. মাহমুদুল হাসান।
নোটিশটি হাতে পাওয়ার সাত দিনের মধ্যে ভারত থেকে অপ্রয়োজনীয় সব পণ্য আমদানি নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে ডামি আমদানিকারক বা অপ্রয়োজনীয় পণ্য আমদানির আড়ালে যারা হুন্ডির মাধ্যমে ভারতে অর্থ পাচার করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।