<p>ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাশে মেট্রো রেলের পিলারে থাকা শেখ হাসিনার গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টার পর সেখানে শিক্ষার্থীরা তাঁর (শেখ হাসিনা) একটি ব্যঙ্গাত্মক গ্রাফিতি এঁকে দিয়েছেন। ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার নেতাকর্মীরা এই গ্রাফিতি আঁকেন। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।</p> <p>এদিকে গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এটিকে প্রক্টরিয়াল টিমের ‘অনিচ্ছাকৃত ভুল’ উল্লেখ করা হয়েছে। তারা বলেছে, তারা গ্রাফিতিটি আবার এঁকে সেটিকে ‘ঘৃণাস্তম্ভ’ হিসেবে স্বীকৃতি দেবে। গতকাল রবিবার দুপুরে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।</p> <p>গ্রাফিতিটি মুছে ফেলার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদের পদত্যাগের দাবিতে ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাম সংগঠনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা।</p> <p>গ্রাফিতিটি আবার আগের অবস্থায় নিয়ে আসা হবে বলে গত রাতে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘রাত ১০টায় ক্রেন আসবে। তখন স্তম্ভটিতে গ্রাফিতি আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় নিয়ে আসা হবে। শিক্ষার্থীরা যেভাবে চাইবে সেভাবেই হবে।’</p> <p>জানা গেছে, শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সিটি করপোরেশনের একদল কর্মী শেখ হাসিনার গ্রাফিতিটি মুছতে গেলে শিক্ষার্থীরা বাধা দেন। এ সময় অর্ধেক মুছে ফেলা গ্রাফিতির ওপরে শেখ হাসিনার একটি ব্যঙ্গ গ্রাফিতি এঁকে দেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার নেতাকর্মীরা।</p> <p>এদিকে রাতে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেয়াল লিখন ও গ্রাফিতিগুলো মুছে ফেলা বা এর কোনোরূপ ক্ষতিসাধন করা যাবে না। জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রশাসনিক আদেশ অমান্য করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’</p> <p>জাবিতে ক্ষোভ শিক্ষার্থীদের : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্যের বাসভবনসংলগ্ন দেয়ালে জুলাই আন্দোলনের সময়ে দেয়াল লিখন মুছে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সকালে একজন শ্রমিককে দেয়াল লিখন মুছতে দেখা যায়। পরে শিক্ষার্থীরা গিয়ে তাঁকে বাধা দেন।</p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p>