<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডাকসু নির্বাচন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়াসংলগ্ন এলাকা থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে এসে মিছিল করেন তাঁরা। এ সময় তাঁরা ডাকসু নির্বাচনের জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। এ সময় শিক্ষার্থীরা দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটসভা ছিল। সেখানে আওয়ামী লীগপন্থী সিন্ডিকেট সদস্যদের উপস্থিত হওয়ার কথা শুনে বিক্ষোভ করতে যান শিক্ষার্থীরা। উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীদের একটি অংশ, আর সিনেট ভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রদল। এ সময় সিনেট ভবনের সামনে বিক্ষোভ করা ছাত্রদলের অংশের সঙ্গে দেখা করতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। এ সময় তাঁরা উপাচার্যকে এই সিন্ডিকেটের অধীনে ডাকসু নির্বাচন না দিতে বলেন। প্রায় আধাঘণ্টা ধরে তাঁরা উপাচার্যের সঙ্গে কথা বলেন। </span></span></span></span></span></p>