<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারি তিতুমীর কলেজের গেটে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিতুমীর বিশ্ববিদ্যালয়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামের ব্যানার টানালেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার এই ব্যানার টানানো হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি বাস্তবায়নের আহবানও পুনর্ব্যক্ত করেছেন তাঁরা। গতকাল সকালে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে মিছিল নিয়ে স্লোগানও দেন। আন্দোলনকারী শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে একটি কমিটি করা হয়েছিল। সেই কমিটি আমাদের কাছ থেকে তথ্য নিয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি আলাদা কমিটি গঠন করেছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে তারা কেন সাত কলেজকে অন্তর্ভুক্ত করল?</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p>