দেশের ৬৪টি জেলার প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেবে গণ অধিকার পরিষদ। এসব জেলায় বিক্ষোভ সমাবেশ শেষ স্মারকলিপি দেবেন দলটির নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
জুলাই গণহত্যায় জড়িত গণহত্যাকারীসহ বিগত ফ্যাসিস্ট শাসনামলে দেশের সম্পদ লুটপাট, বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দ্রুত সময়ের মধ্যে বিচার নিষ্পত্তির দাবিতে এই কর্মসূচি পালন করবে দলটি।