রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী ১৫ ফেব্রুয়ারি প্রথম বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম গতকাল সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে এ তথ্য জানিয়েছেন।
প্রেস সচিব বলেন, ‘গণহত্যা, দুর্নীতি, গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার করা হবে। দেশের বেশির ভাগ মানুষ শান্তিতে রাজনীতি করতে চান।