ঢাকার সাভারে মনসুর আলম নামের এক দুবাইপ্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পৌর এলাকার নামাগেণ্ডা মহল্লা থেকে তিনজনকে গ্রেপ্তার এবং অপহৃতকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাভার থানাধীন নামাগেণ্ডা এলাকার মেজবাউদ্দিন ওরফে মন্টুর ছেলে মারুফ হোসেন (৩৪), তাঁর ভাই আরিফ হোসেন (২৮) এবং স্ত্রী লাভলী আক্তার (২৯)। অপহৃত মনসুর আলম চট্টগ্রামের বাঁশখালী থানাধীন ছেছুরিয়া গ্রামের নুরুস সাফার ছেলে।
তিনি গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।
পুলিশ জানায়, একই কফিলের (মালিক) অধীনে কাজ করার সুবাদে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী মনসুরের সঙ্গে পরিচয় হয় লাভলীর। ৯ মাস আগে লাভলী তাঁর কাছ থেকে ৬৫ হাজার টাকা ধার নিয়ে দেশে আসেন। গত ২৬ জানুয়ারি মনসুর দেশে এসে পাওনা টাকার জন্য লাভলীর সঙ্গে যোগাযোগ করেন।
গত ১২ মার্চ পাওনা টাকা নেওয়ার জন্য মনসুর সাভারের ব্যাংক টাউন এলাকায় এলে মারুফ ও আরিফ তাঁকে নামাগেণ্ডা মহল্লার একটি বাড়িতে আটকে রাখেন এবং ৭২ হাজার টাকা ছিনিয়ে নেন। এরপর মনসুরকে নির্যাতন করেন এবং তাঁর পরিবারের কাছে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি কাউকে জানালে মনসুরকে মেরে ফেলারও হুমকি দেন তাঁরা।
সাভার থানার ওসি জুয়েল মিঞা বলেন, লিখিত অভিযোগ পেয়ে সাভারের নামাগেণ্ডা এলাকা থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার এবং অপহৃত প্রবাসী মনসুরকে উদ্ধার করা হয়।