ঈদে সড়কপথে ঢাকা ছাড়বে এক কোটির বেশি মানুষ

ভোগান্তি এড়াতে আগেই রাজধানী ছাড়ার হিড়িক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ভোগান্তি এড়াতে আগেই রাজধানী ছাড়ার হিড়িক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনুমানিক পৌনে দুই কোটি (এক কোটি ৭২ লাখ ৭০ হাজার) মানুষ বৃহত্তর ঢাকা ছাড়বে। তারা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগরসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার স্থায়ী-অস্থায়ী বাসিন্দা। এই বিপুলসংখ্যক মানুষের ৬০ শতাংশ যাবে সড়কপথে। বাকি ৪০ শতাংশ নৌ ও রেলপথে যাবে।

এই হিসাবে এবার সড়কপথে ঈদযাত্রীর সংখ্যা এক কোটি তিন লাখ ৬২ হাজার। সড়কে এবারও জনভোগান্তি ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। গতকাল রবিবার নাগরিক সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এবং ঢাকার গণমাধ্যমকর্মীদের সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ) ঈদপূর্ব যৌথ পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। তবে প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে সরকারি নির্দেশনা কার্যকর হলে জনভোগান্তি ও দুর্ঘটনা কমতে পারে।

এদিকে ঈদুল ফিতরের সরকারি ছুটি শুরু আগামী ২৮ মার্চ। কিন্তু এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। যানজটের ভোগান্তি এড়াতে আগেভাগেই অনেকে গ্রামের পথে রওনা দিচ্ছেন। ফলে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় বাড়ছে।

সর্বশেষ জনশুমারি ও অন্যান্য সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ঢাকা বিভাগের জনসংখ্যা সাড়ে চার কোটি। এর মধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটিতে বাস করে দুই কোটি। দেশের প্রায় ৭০ শতাংশ তৈরি পোশাক কারখানা গাজীপুরে হওয়ায় ওই সিটির জনসংখ্যা প্রায় ৭৫ লাখ। আর নারায়ণগঞ্জ সিটিতে বাস করে ৩০ লাখ মানুষ। সব মিলিয়ে তিন মহানগরের জনসংখ্যা তিন কোটি পাঁচ লাখ।

এ ছাড়া এই তিন জেলায় প্রায় ৫৫ লাখ এবং মানিকগঞ্জ ও নরসিংদী জেলায় ৪৬ লাখ মানুষের বসবাস। অর্থাৎ সিটি করপোরেশনগুলোর বাইরে এই পাঁচ জেলার জনসংখ্যা এক কোটি এক লাখ। মূলত বৃহত্তর ঢাকার এসব জেলার উল্লেখযোগ্যসংখ্যক মানুষ ঈদে স্বজনদের কাছে যায়।

ঈদুল ফিতর উপলক্ষে এসব জনবহুল শিল্প ও বাণিজ্য শহরের ৫০ শতাংশ এবং জেলার অন্যান্য স্থানের ২০ শতাংশ মানুষ আবাসস্থল ছেড়ে যায়। এই হিসাবে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগরের এক কোটি ৫২ লাখ ৫০ হাজার (জনসংখ্যার ৫০ শতাংশ) মানুষ বাড়িতে যাবে। এই পাঁচ জেলার অন্যান্য স্থান থেকে যাবে আরো ২০ লাখ ২০ হাজার (জনসংখ্যার ২০ শতাংশ)।

এসসিআরএফ সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিপুলসংখ্যক মানুষকে মাত্র এক সপ্তাহে সুশৃঙ্খলভাবে গন্তব্যে পৌঁছে দেওয়ার সক্ষমতা সড়ক পরিবহন খাতে নেই। দূরপাল্লার অনেক সড়কের কোনো কোনো স্থান এখনো বেহাল। সারা দেশে সড়কে পাঁচ শতাধিক ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে।

ঢাকা ছাড়ছে মানুষ : গতকাল সকালে গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়। অগ্রিম টিকিট বিক্রির সময় (১৪-২০ মার্চ) যাত্রীদের উপস্থিতি কম থাকলেও এখন টিকিট কেটেই বাড়ির পথে রওনা দিচ্ছে সাধারণ মানুষ। এদিকে আজ সোমবার থেকে অগ্রিম টিকিট কাটা যাত্রীরা বাড়ির পথে রওনা দিবেন। ট্রেনের অগ্রিম টিকিট আগে বিক্রি হলেও বাসের অগ্রিম টিকিটে যাত্রীদের আগ্রহ দেখা যায়নি।

গতকাল দুপুর ১টার দিকে সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা যায়। সেখানে তিশা কাউন্টারে থাকা যাত্রী আহসান হাবিব বলেন, অগ্রিম টিকেট না কাটলেও আজকে অগ্রিমই চলে যাচ্ছি।

গতকাল কমলাপুর রেলস্টেশনেও একই চিত্র দেখা গেছে। আগে টিকিট কাটা যাত্রীরা স্বস্তিতে থাকলেও শেষমুহূর্তে টিকিটের জন্য আসা যাত্রীরা বিপাকে পড়েছেন। ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন চালু হলেও সেটিতেও টিকিটের চাহিদা তুঙ্গে।

এদিকে, আজ থেকে ঈদযাত্রার চাপ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষত ২৮ মার্চ সরকারি ছুটি শুরু হলে রাজধানী প্রায় ফাঁকা হয়ে যাবে। তবে আগেভাগেই যাত্রা শুরু করলেও অনেকেই দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়ার শঙ্কা প্রকাশ করেছেন।

পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবা নিশ্চিত করতে অতিরিক্ত বাস, ট্রেন ও লঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে। তারপরও শেষমুহূর্তের চাপে ভোগান্তি এড়ানো সম্ভব হবে কি না, তা নিয়ে যাত্রীরা সংশয়ে রয়েছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

সোনার দাম ভরিতে ১১৫৫ টাকা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সোনার দাম ভরিতে ১১৫৫ টাকা বেড়েছে

দেশের বাজারে সোনার দাম আরো বেড়েছে। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম এক হাজার ১৫৫ টাকা বেড়ে এক লাখ ৫৬ হাজার ৯৯ টাকা হয়েছে। আজ বুধবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্যবৃদ্ধির তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বেড়েছে। এতে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ২৭ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ পাঁচ হাজার ৩০২ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়।

মন্তব্য
সংক্ষিপ্ত

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ জামায়াতের আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
স্বাধীনতা দিবস উপলক্ষে আজ জামায়াতের আলোচনাসভা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় আলোচনাসভার আয়োজন করা হয়েছে। সভাটি দলটির মহানগরী দক্ষিণ কার্যালয় ঢাকায় অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনাসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী দক্ষিণের শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন এবং স্বাধীনতার তাৎপর্য, জাতীয় রাজনীতি ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। এর আগে গত সোমবার এক বিবৃতিতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মন্তব্য

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাসংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাসংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহসংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে (পিআইডি) এই ওয়েবসাইটের (inauguration.julyuprising.com)  উদ্বোধন করা হয়। তথ্য অধিদপ্তরের উদ্যোগে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সংবাদপত্রে প্রকাশিত জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ সময়ানুক্রমিকভাবে এই ওয়েবসাইটে উপস্থাপিত হয়েছে।

ওয়েবসাইট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য অধিদপ্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই ওয়েবসাইট থেকে গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

মন্তব্য

‘আওয়ামী লীগ’ ইসিতে নিবন্ধন চায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘আওয়ামী লীগ’ ইসিতে নিবন্ধন চায়

আওয়ামী লীগ নামে নতুন একটি দল নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে। নতুন এই দলের সভাপতি উজ্জ্বল রায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম নরেশ চন্দ্র রায়, মায়ের নাম পারুল রায়। আবেদনপত্রে এই পরিচয়ই দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবের কাছে করা আবেদনে উজ্জ্বল রায় উল্লেখ করেন, দলটির কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে গত ২৪ মার্চ এবং এই কমিটির মেয়াদ শেষ ২০ এপ্রিল। কোন বছরের ২০ এপ্রিল তা উল্লেখ করা হয়নি। দলের প্রতীক চাওয়া হয়েছে নৌকা বা ইলিশ। দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু এভিনিউ।

তবে এই বঙ্গবন্ধু এভিনিউ ঢাকার কি না এবং কত নম্বর রোডে ও বাড়িতে এই কার্যালয় তা উল্লেখ করা হয়নি। আবেদনপত্রে যে দুটি মোবাইল ফোন নম্বর দেওয়া হয়েছে, তাও ভুল বলে জানা যায়।

গত সোমবার আবেদনপত্র জমা দেওয়ার পর উজ্জ্বল রায় সংশ্লিষ্ট একজন নির্বাচন কর্মকর্তাকে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি প্রার্থী হতে চাই। আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।

দেখা পাইনি। তাঁর দেখা পেলে এলাকার সমস্যাগুলোর সমাধান হতো।

মন্তব্য

সর্বশেষ সংবাদ