চট্টগ্রাম সিটি করপোরেশন

নানা বাধায় আটকে আছে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প

  • তৎকালীন মেয়র রেজাউলের চাপে কেনা ১০ কোটি টাকার জায়গা অলস পড়ে আছে
  • কম দামে জমি কিনে চসিকের কাছে বেশি দামে বিক্রির অভিযোগ
নূপুর দেব, চট্টগ্রাম
নূপুর দেব, চট্টগ্রাম
শেয়ার
নানা বাধায় আটকে আছে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রস্তাবিত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার প্রকল্পটি এখনো গ্রহণ করেনি সরকার। আলোর মুখ দেখেনি প্রকল্পটি। অথচ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করতে দুই বছর চার মাস আগে দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন তৎকালীন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীসহ তিনজন। ওই সময় প্রায় এক সপ্তাহ বিদেশ ভ্রমণ করে দেশে আসার আট মাস পর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার জন্য তড়িঘড়ি করে ১০ কোটি টাকার বেশি অর্থ ব্যয়ে ৯ একর জায়গাও ক্রয় করেছিল চসিক।

এরপর আরো ১৯ মাস সময় অতিবাহিত হলেও প্রকল্পটি এখনো গ্রহণ হয়নি।

অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন চসিক মেয়র তড়িঘড়ি করে এসব জায়গা কিনেছেন। স্থানীয়দের কাছ থেকে কম দামে জমি কিনে করপোরেশনের কাছে বেশি দামে বিক্রি করেছেন তিনি।

এদিকে প্রস্তাবিত এই প্রকল্পের স্থান নিয়ে চসিকের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সন্দ্বীপ কলোনি এলাকায় জনরোষের সৃষ্টি হয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্যের আধারখ্যাত পাহাড়, টিলা ও সমতলভূমি বেষ্টিত ওই এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প হলে পরিবেশ হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। পাহাড়ের পাদদেশে টিলাভূমি, পুকুর ও কৃষিজমির এসব জায়গা কেনা হয়েছে প্রকল্প স্থাপনের জন্য। সেখানে প্রস্তাবিত এই প্রকল্পের জন্য আরো ৩০ থেকে ৪০ একর জায়গা কেনার কথা রয়েছে। পরিবেশ বিপর্যয়ের শঙ্কায় স্থানীয় বিভিন্ন সংগঠনের পাশাপাশি ঘনবসতিপূর্ণ ওই এলাকার সর্বস্তরের মানুষ বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প এই এলাকায় না করার দাবিতে এরই মধ্যে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পাশাপাশি তৎকালীন মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে স্মারকলিপি দিলেও করপোরেশন তার অবস্থান থেকে সরে আসেনি।
 

চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্প গ্রহণের আগেই প্রকল্পের ধারণা নেওয়ার জন্য চসিক মেয়রের সঙ্গে করপোরেশনের তৎকালীন প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক এবং রেজাউলের পিএস ও তৎকালীন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. আবুল হাশেম বিদেশ সফর করেন। মেয়রের চাপেই এসব জায়গা কেনা হয়েছে। জমির বিভিন্ন মালিকদের কাছ থেকে অনেকটা কম দামে কেনা এসব জায়গা হাত বদল করে আবার করপোরেশন কিনেছে বেশি দামে। এ ছাড়া কেনা ৯ একর জমির মধ্যে চার একর জমির ভুয়া মালিকানা নিয়ে এক ব্যক্তি আদালতে মামলা করেছেন। এতে চসিককেও বিবাদী করা হয়েছে।

 

এদিকে ওই প্রকল্প এখনো আলোর মুখ না দেখলেও চসিককে প্রতি মাসে লাখ টাকা গুনতে হচ্ছে। প্রকল্পের জন্য কেনা ৯ একর জায়গা রক্ষণাবেক্ষণ করতে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে। তাঁদের বেতন-ভাতার পাশাপাশি সেখানে থাকার জন্য একটি স্থাপনাও নির্মাণ করা হয়। এ ছাড়া একদিকে প্রকল্পের স্থান নিয়ে এলাকাবাসীর আপত্তি, অন্যদিকে প্রকল্প হিসেবে এটি এখনো গড়ে না ওঠা, কেনা জায়গা নিয়ে মামলাসহ আরো বিভিন্ন কারণে প্রকল্পের ভবিয্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। প্রকল্পটি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

জানতে চাইলে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম গতকাল সোমবার কালের কণ্ঠকে বলেন, ওই প্রকল্প এখনো গ্রহণ হয়নি। তবে প্রস্তাবিত প্রকল্পের জন্য মন্ত্রণালয় থেকে ৫০ একর জায়গা কেনার জন্য ৫০ কোটি টাকার অনুমোদন রয়েছে। একই মধ্যে প্রায় ১০ একর জায়গা কেনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে তৎকালীন মেয়র জরুরি ভিত্তিতে নিজ উদ্যোগে তড়িঘড়ি করে এসব জায়গা কিনেছেন। জায়গায় কোনো সমস্যা আছে কি না তা আমার জানা নেই। আগের মেয়রসহ তিনজন বিদেশে গিয়েছিলেন। সর্বশেষ আমি গিয়েছি। তবে প্রস্তাবিত প্রকল্পটি গত সরকারের আমলের।

স্থানীয়দের কাছ থেকে কম দামে কিনলেও করপোরেশন বেশি দাম দেখিয়েছে এমন অভিযোগ প্রসঙ্গে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, জমি কেনার বিষয়টি পুরোপুরি দেখেছেন তৎকালীন মেয়র।

প্রস্তাবিত এই প্রকল্পে চসিকের কনসালট্যান্ট প্রকৌশলী গোলাম সরোয়ার গতকাল কালের কণ্ঠকে বলেন, প্রকল্প গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় দক্ষিণ কোরিয়ার পরিবেশ মন্ত্রণালয়ে আবেদন করেছে। তবে প্রকল্পটা এখনো প্রক্রিয়াধীন। দক্ষিণ কোরিয়ার অর্থায়নে প্রাক-সম্ভাব্যতার পর চসিক প্রায় ১০ একর জায়গা কিনেছে। পূর্ণাঙ্গ ফিজিবিলিটি স্ট্যাডি এখনো হয়নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

সংক্ষিপ্ত

ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু

সারা দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এর আগে গত ৫ এপ্রিল ডেঙ্গুতে একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরে রোগটিতে ১৬ জনের মৃত্যু হলো। গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ জন।

তাদের মধ্যে ১০ জনই বরিশাল বিভাগের। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশন এলাকার ছয়জন, ঢাকা বিভাগের চারজন এবং চট্টগ্রাম বিভাগের দুজন রয়েছে। গতকাল দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৭৪ জন।
তাদের মধ্যে সর্বোচ্চ ৪৬৬ জন বরিশালের, এরপর চট্টগ্রামে ৩৯৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৬২ জন, উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৫৫ জন, ঢাকা বিভাগে ৩৫৩ জন, খুলনায় ১১৬ জন, রাজশাহীতে ৬২ জন, ময়মনসিংহে ৫১ জন, রংপুর ও সিলেট বিভাগে ছয়জন করে হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গুতে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে।

প্রাসঙ্গিক
মন্তব্য

কৃষি গুচ্ছ ভর্তিতে ঢাকায় উপস্থিতি ৮৭%

শেকৃবি প্রতিনিধি
শেকৃবি প্রতিনিধি
শেয়ার
কৃষি গুচ্ছ ভর্তিতে ঢাকায় উপস্থিতি ৮৭%

দেশব্যাপী ২০২৪-২৫ সেশনের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কেন্দ্রে ৮৭.৫৭ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রে উপস্থিতি ছিল ৮৪.৫৯ শতাংশ। ঢাকায় তীব্র যানজটের ভোগান্তি উপেক্ষা করে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন তাঁরা।

গতকাল বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার শিক্ষার্থী তীব্র যানজট, অপর্যাপ্ত বসার ব্যবস্থা এবং খাবার সংকটের মুখোমুখি হন।

তথ্য মতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সাত হাজার ৩২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ছয় হাজার ৪১৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৭ হাজার ৩২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ হাজার ৯২ জন পরীক্ষায় অংশ নেন।

 

মন্তব্য
বিমানবাহিনী প্রধান

হকির মাধ্যমে দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরা যায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
হকির মাধ্যমে দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরা যায়

বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, হকি হচ্ছে এক ধরনের প্ল্যাটফর্ম বা স্কোপ, যেখানে আমরা আমাদের দেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে পারব। তাই এটা তোমাদের (খেলোয়াড়) ওপর অনেক কিছু নির্ভর করে। আমরা তোমাদের সব কিছু (ট্রেনিং, জার্সি, পরিবহন, কোচ) ব্যবস্থা করে দিতে পারব। কিন্তু খেলতে হবে তোমাদের এবং খেলার সময় যে স্পিড বা জোস সেটা আনতে হবে।

তিনি গতকাল শনিবার ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন, ফটোসেশন এবং সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খেলোয়াড়দের উদ্দেশে এসব কথা বলেন।

আগামী ১৭ থেকে ২৭ এপ্রিল জাকার্তা ও ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এএইচএফ কাপ জাকার্তা ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় হকি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। ওই টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় অক্ষুণ্ন রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা প্রদান করেন।

এ সময় বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

যাত্রীর চাপে টিকিট ছাড়াই মেট্রো ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
যাত্রীর চাপে টিকিট ছাড়াই মেট্রো ভ্রমণ

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচি শেষে মেট্রো রেলে উপচে পড়া ভিড় ছিল। এ সময় শাহবাগ মেট্রো স্টেশনে যাত্রীদের ঢল নামে। শাহবাগ স্টেশনে অতিরিক্ত যাত্রীদের চাপে মেট্রো রেলে টিকিট ছাড়াই ভ্রমণ করার অনুমতি দেয় কর্তৃপক্ষ। এ ছাড়া স্বয়ংক্রিয় গেটের ধীরস্থিরতায় মানুষের তীব্র জটের সৃষ্টি হয়।

গতকাল শনিবার বিকেলে এমন ঘটনা ঘটে।

দেখা যায়, শাহবাগে পুরো প্ল্যাটফর্মে মানুষের পা ফেলার জায়গা নেই। কেউ টিকিট কেটে, আবার কেউ টিকিট না কেটেও প্ল্যাটফর্মে প্রবেশের চেষ্টা করছেন। স্বয়ংক্রিয় গেটে মানুষের ভিড়ে এক পর্যায়ে টিকিট ছাড়া সবার প্রবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ।

যাত্রীরা জানান, তাঁরা নিয়মিত চালাফেরা করেন মেট্রোতে। গতকাল এই স্টেশনে চাপ হবে জানা ছিল। এক যাত্রী বলেন, মার্চ ফর গাজা কর্মসূচি উপলক্ষে শাহবাগ স্টেশনে চাপ হবে জানা কথা। কিন্তু অতিরিক্ত জনবল কেন কর্তৃপক্ষ নিয়োগ দিল না, সেটা জানতে চাই।

আমরা নিয়মিত যাতায়াত করি। আমাদের যে ভোগান্তি হচ্ছে, সেটার দায় কর্তৃপক্ষের।

মন্তব্য

সর্বশেষ সংবাদ