<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভালুকায় দোকানপাট নির্মাণ ও মাটি ভরাট করে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের ২৬ শতক জমি দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে ওই জমি উদ্ধারে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা জমি উদ্ধারের দাবিতে জমিদাতা ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে গত মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মাঠে মানববন্ধন করেছে। এদিকে জমি উদ্ধার করতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ৮ মে জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ করেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তারই পরিপ্রেক্ষিতে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই বিদ্যালয় মাঠের জমি পরিমাপ করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. রফিকুল ইসলামকে। তিনি সরেজমিনে বিদ্যালয়ের জমি পরিমাপ করেন এবং উপজেলা সহকারী কমিশনারের মাধ্যমে প্রতিবেদন দাখিল করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সার্ভেয়ারের দেওয়া প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় একাধিক দাতা মোট সাতটি দলিলে উপজেলার পাঁচগাঁও মৌজার বিভিন্ন দাগের ১.৫৮ একর জমি ওই বিদ্যালয়ের নামে দান করেন। কিন্তু বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল হাসেমসহ ১১ জন অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ১৫ শতক জমি এবং বিদ্যালয়ের সাবেক সভাপতির ছেলে তোফাজ্জল মণ্ডল ৮ শতক জমি দখলে নেন। এ ছাড়া ০.৩ একর জমিতে বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি মো. আবু হানিফ মণ্ডল মাটি ভরাট করে রেখেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগকারী জাহাঙ্গীর আলম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদ্যালয় মাঠের জমি উদ্ধারে এর আগেও বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিচালনা কমিটির সভাপতি আবু হানিফ জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক সভাপতি আবুল হাশেম জানান, জমি নিয়ে বিদ্যালয়ের সঙ্গে আদালতে মামলা চলমান। মামলায় বিদ্যালয় রায় পেলে তিনি ওই জমি ছেড়ে দেবেন।  </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউএনও আলীনূর খান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা দোকানঘর বিদ্যালয়ের জিম্মায় নেওয়া হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>