<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিমল কৃষ্ণ বিশ্বাসের বিরুদ্ধে সরকারি মাঠ দখল করে মাছ চাষের অভিযোগ উঠেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এলাকাবাসী সূত্রে জানা যায়, বিমল কৃষ্ণ বিশ্বাস উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা গ্রামের প্রায় দুই শ বিঘার সরকারি মাঠ (গোচারণভূমি) দখল করে মাছ চাষ করেছেন। যুগ যুগ ধরে এই মাঠটি এলাকার শতাধিক পরিবার শুকনা মৌসুমে গরু চড়ানো এবং বর্ষা মৌসুমে মাঠের ঘাস গোখাদ্য হিসেবে ব্যবহার করে আসছিল। এ ছাড়া বর্ষা মৌসুমে এলাকার দরিদ্র মৎস্যজীবীরা এই মুক্ত জলাশয় থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের লোক হিসেবে পরিচিত ছিলেন বিমল কৃষ্ণ বিশ্বাস।  এত দিন তাঁর ভয়ে উপজেলার সাদুল্লাপুর, রামশীল, কলাবাড়ি, রাধাগঞ্জ ইউনিয়নের কোনো লোক মুখ খুলতে সাহস পায়নি। স্থানীয়দের অভিযোগ, যদি কেউ তাঁর বিরুদ্ধে কথা বলত তাহলে তার ওপর চলত অমানুষিক নির্যাতন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গত মঙ্গলবার অবৈধভাবে ভারতে পালাতে গিয়ে অভিযুক্ত বিমল কৃষ্ণ বিশ্বাস বিএসএফের হাতে আটক হয়েছেন বলে জানা গেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লাটেঙ্গা গ্রামের কৃষ্ণ মৃধা ও অরবিন্দু বৈদ্য বলেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিমল কৃষ্ণ বিশ্বাস আমাদের এলাকার একমাত্র গোচারণভূমিটি দখল করে মাছ চাষ করেছেন। এই মাঠটির চতুর্দিক দিয়ে যে খালগুলো ছিল তিনি সেই খালগুলোও দখল করে নিয়েছেন। যার ফলে আমরা নৌকা নিয়ে যাতায়াত করতে পারছি না। আমরা খালগুলো অবমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পলাতক থাকায় এ বিষয়ে বিমল কৃষ্ণ বিশ্বাসের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে লাটেঙ্গা গ্রামের ইউপি সদস্য নকুল কুমার বিশ্বাস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস এলাকার কয়েকজন ব্যক্তিকে নিয়ে একটি কমিটি করে সরকারি এই মাঠটিতে মাছ চাষ করেছেন। এই কমিটিতে আমিও আছি। কমিটির সভাপতি বিমল কৃষ্ণ বিশ্বাসের নির্দেশনায় আমরা দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত জানান, সরকারি মাঠ ও খাল কেউ দখল করে মাছ চাষ করলে সেটি দখলমুক্ত করা হবে।</span></span></span></span></p> <p> </p>