<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল শনিবার পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ভাঙ্গায় দুই, গৌরনদীতে এক, নাটোরে এক ও রাউজানে একজন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভাঙ্গা (ফরিদপুর</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার সদরদী নামক স্থানে পাইপভর্তি একটি ট্রাকের ধাক্কায় ইজি বাইকের দুই যাত্রী নিহত ও ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজন হারুন অর রশিদ (৪২) ও কবির মাতুব্বর (৫৫)। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গৌরনদী</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (বরিশাল) : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার গাইনেরপাড় এলাকায় গতকাল শনিবার সকালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ফল ব্যবসায়ী চঞ্চল সরকার (৫৫) ঝালকাঠি সদর উপজেলার নগেন্দ্রনাথ সরকারের ছেলে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোর : নাটোরে</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> যাত্রীবাহী বাসের ধাক্কায় শরিফুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় বাচ্চু (৩৮) নামের অন্য আরেকজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে নাটোর সদর উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের গাজীর বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাউজান (চট্টগ্রাম</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : বন্ধুর বিয়েতে যাওয়া হলো না রাউজানের কলেজছাত্র তৌহিদুল ইসলাম ইফতির। পথে পিক-আপের ধাক্কায় মারা গেলেন ১৯ বছর বয়সী এই কলেজছাত্র। গত শুক্রবার রাত ১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে নোয়াপাড়া কলেজসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম ইফতি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সামবলীর বাড়ির মৃত আইয়ুব আলীর ছেলে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার সকাল ৯টায় পুরনো ব্রাহ্মণহাট হাজী কমির মিয়া জামে মসজিদ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। ইফতির এমন মৃত্যুতে শোকে স্তব্ধ আত্মীয়-স্বজন ও তাঁর বন্ধুরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>