<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, কেউ কেউ অভিযোগ তোলেন, জামায়াতে ইসলামী কখনো এই দলে, কখনো ওই দলে যায়, বিষয়টি মোটেও সঠিক নয়। জামায়াতে ইসলামী প্রিন্সিপলের দিক দিয়ে এক জায়গাতেই আছে। তিনি সোমবার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। ওই মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান। এ সময় তিনি বলেন, ২০১০ সাল থেকেই জামায়াতে ইসলামী ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে নেমে গিয়েছিল। সেই থেকে শেষ অবধি মাঠেই ছিল ইসলামী এই দলটি।</span></span></span></span></span></p>