<p>ঢাকা জেলা কর্মী সম্মেলনে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তিনি বাংলাদেশের প্রতিটি সেক্টরে বসিয়ে রাখা দোসরদেরকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারী হাসিনার ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।</p> <p>আজ শুক্রবার (২০  ডিসেম্বর) সকাল ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।</p> <p>ডা. শফিকুর রহমান বলেন, ‘বিগত সাড়ে ১৫ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামী  দলের ওপর যে রকম জুলুম করা হয়েছে বাংলাদেশের অন্য কোনো দলের ওপর সে জুলুম করা হয়নি। কিন্তু আমরা আগেই বলেছি, আল্লাহ তায়ালা আমাদের ক্ষমতায় আনলে আমরা কারো ওপর প্রতিশোধ নেব না। আমরা বৈষম্যহীন ও শোষণমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিজিবি দিবসে হিলিতে বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/20/1734687372-1c7e89c3694f352a9c98241cec343367.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিজিবি দিবসে হিলিতে বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/20/1459495" target="_blank"> </a></div> </div> <p>স্বৈরাচার আওয়ামী লীগ সরকার থেকে সবাইকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘স্বৈরাচারের পরিণতি দেখে আমি এবং আমরা সবাই যেন শিক্ষা নেই। যে-ই এ পথে হাঁটবে, তাদের জন্য ধ্বংস ও অপমান অনিবার্য। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় আমরা দেখেছি ৭-৮ বছরের শিশু পথে নেমে এসেছিল সেদিন হাতে ইট নিয়ে। তাকে জিজ্ঞেস করা হলো, কেন নেমে এসেছে, সে বলেছিল- স্বৈরাচারের বিরুদ্ধে নেমে এসেছি। আমার ভাইদের তারা গুলি করে হত্যা করেছে। গুলি করে হত্যা করা হলে আমি শহীদ হয়ে যাব, মা-বাবাকে বলে এসেছি, আমাকে ক্ষমা করে দিও। আমি শহীদ হয়ে গেলে শহীদের সাথে দাফন করে দেবে। ৭-৮ বছরের শিশু স্বৈরাচারকে চিনতে পারল, তারা নিজেদের চিনতে পারল না।’</p> <p>জামায়াত আমির বলেন, ‘জালিম সরকার জামায়াতে ইসলামীর ১১ জন শীর্ষ নেতাকে হত্যা করেছে। শাপলা চত্বরে হাজার হাজার আলেম-ওলামাকে হত্যা করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গণহত্যা চালিয়েছে। মঈন উদ্দিন- ফখরুদ্দিন এ দেশ ছেড়ে পালিয়েছে। যারা বলেছেন বাংলাদেশ রোল মডেল- তারা আজ দেশ ছেড়ে পালিয়েছে কেন। আমরা শান্তি চাই, দেশের মানুষকে শান্তিতে রাখতে চাই। আমরা লুট ও দখলের রাজনীতি করতে চাই না। আল্লাহ তায়ালা যদি আমাদের ক্ষমতায় আনে আমরা ইসলামী ও কোরআনের আলোকে দেশ চালাব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/20/1734680760-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/20/1459469" target="_blank"> </a></div> </div> <p>কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। এই কাজ জামায়াতে ইসলামীর কর্মী-রুকনরা একা করতে পারবে না। এ জন্য দরকার জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা।’ জনগণকে হৃদয়ে ধারণ করার আহ্বান জানিয়ে তিনি কর্মীদের নিজেদেরকে বৈষম্যহীন চরিত্র গড়ে তোলার আহ্বান জানান।</p> <p>অনুষ্ঠানে বাংলাদেশ জামায়তে ইসলামী ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়তে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ছাত্রশিবির মঞ্জুরুল ইসলাম। </p> <p>এ সময় আরো বক্তব্য রাখেন- আব্দুর রহিম চৌধুরী, আব্দুর রাজ্জাক মন্ডল, অধ্যক্ষ হারুনু অর রশিদ, মো. কবিরুজ্জামান, মোহাম্মদ শাহাদাত হোসাইন, মো. কামাল হোসেন, মাওলানা আফজাল হোসাইন, অধ্যক্ষ শাহিনুর ইসলাম, আব্দুল কুদ্দুস, মাওলানা মুসলিম উদ্দিন, মাওলানা আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট মশিউর রহমান প্রমুখ।</p>