<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় মুনিরীয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশের আয়োজনে ধর্মীয় এশায়াত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ঢাকায় বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব গেট চত্বরে এশায়াত সম্মেলনে সারা দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এশায়াত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফের প্রধান আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী। চবির সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশের জ্যেষ্ঠ সহসভাপতি ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, মহাসচিব হজরতুলহাজ আল্লামা শাব্বির আহমদ মোমতাজী, চবি গণিত বিভাগের অধ্যাপক জালাল আহমেদ প্রমুখ।</span></span></span></span></span></p> <p> </p>