<p>এমপিও নীতিমালা অনুযায়ী প্রতি বিভাগে ন্যূনতম ২৫ জন শিক্ষার্থী থাকা আবশ্যক। কিন্তু বিজ্ঞান ও বাণিজ্য—এ দুটি বিভাগে শিক্ষার্থী রয়েছে দুজন। এই দুজন শিক্ষার্থীর পাঠদানের জন্য আবার আটজন শিক্ষক রয়েছেন। দুজন শিক্ষার্থীর জন্য আট শিক্ষকের বেতন বাবদ বছরে সরকারের ব্যয় হচ্ছে প্রায় ২৭ লাখ টাকা। এমন ঘটনা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের।</p> <p>স্থানীয় লোকজন ও কলেজ সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলার হাওরাঞ্চল উপজেলা মোহনগঞ্জের আদর্শনগর বাজারের পাশে সাড়ে পাঁচ একর জায়গায় ২০১৫ সালে স্থাপিত হয় শহীদ স্মৃতি মহাবিদ্যালয় নামের এই শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে এইচএসসি পর্যন্ত বিজ্ঞান, মানবিক, বাণিজ্য—এ তিনটি বিভাগ চালু আছে। পাশাপাশি রয়েছে বিএম (কারিগরি) শাখা। প্রতিষ্ঠানটি ২০১৯ সালে এমপিওভুক্ত হয়। ২০২২ সালে ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়। ২০২৩ সালে জেলা পর্যায়ে ও ২০২৪ সালে উপজেলা পর্যায়ে সেরা কলেজ নির্বাচিত হয়। এই কলেজে বর্তমানে ১৫ জন প্রভাষক ও একজন অধ্যক্ষ কর্মরত রয়েছেন। মানবিক শাখায় ১৫০ জন এবং কারিগরিতে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে। কিন্তু বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে একজন করে মোট দুজন শিক্ষার্থী রয়েছে। দুই বিভাগে দুজন শিক্ষার্থীর পাঠদানের জন্য শিক্ষক রয়েছেন চারজন করে মোট আটজন।</p> <p>বাণিজ্য বিভাগের শিক্ষার্থী মিম আক্তার বলেন, একা একা ক্লাস করা যায় না। সহপাঠী থাকলে পড়াশোনায় একটা প্রতিযোগিতা থাকে।</p> <p>কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক জানান, কলেজে একাডেমিক ভবনসহ ছাত্র-ছাত্রী হোস্টেল রয়েছে। কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কম। কলেজের মানবিক ও কারিগরি শাখায় যথেষ্ট শিক্ষার্থী রয়েছে। বর্তমানে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে একজন করে দুজন শিক্ষার্থী রয়েছে। আর শিক্ষক রয়েছেন আটজন। বিষয়টি কলেজ কমিটির সভায় আলোচনায় তুলব।</p> <p>কলেজের সভাপতি ও মোহনগঞ্জের ইউএনও রেজওয়ানা কবির বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’</p> <p> </p>