<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ও ভোক্তা অধিকার সংরক্ষণে গাজীপুরের কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা হামলা চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করেন ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সফিপুর বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যবসায়ীরা পালিয়ে যান। ভ্রাম্যমাণ আদালত ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, গতকাল কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামেন। এ সময় তাঁর সঙ্গে কয়েকজন পুলিশ ও ১০-১২ জন ছাত্র ছিলেন। প্রথমেই বাজারের আরিফ ও রাজুর দোকানে যান ভ্রাম্যমাণ আদালত। এ সময় মালপত্র ক্রয়-বিক্রয়ের ভাউচার না থাকার অভিযোগে আরিফ ও রাজু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের কথা-কাটাকাটির এক পর্যায়ে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে ঘেরাও করে স্লোগান দিতে থাকেন। পুলিশ ব্যবসায়ীদের বাধা দিলে ব্যবসায়ীরা পুলিশসহ ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করেন। খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আন্দোলনকারী ব্যবসায়ীরা পালিয়ে যান। কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী খান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই জড়িতরা পালিয়ে যায়। তবে সরকারি কাজে যারা বাধা প্রদান করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>