<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নতুন মেঘাই নামক স্থানে হঠাৎ করেই যমুনা নদীর তীর রক্ষার জন্য নির্মিত পুরনো বাঁধে ধস শুরু হয়েছে। শুক্রবার রাত থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত বাঁধের প্রায় ৬৫ মিটার এলাকা ধসে গেছে। রাতেই খবর পেয়ে কাজিপুর সেনা ক্যাম্পের সদস্যরা ওই ধস ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু করেন। শনিবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষও বাঁধের ধস ঠেকাতে জিও ব্যাগে বালু ভরে সেখানে ফেলার কাজ করছে। কাজিপুর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এই কাজ চলছে।  </span></span></span></span></span></p>