<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বামী-স্ত্রীর গড়া আপন সংগীত একাডেমি। বিজয় দিবস-পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করেন তাঁরাই। আর নিজেদের পরিকল্পনায় মঞ্চে লাল-সবুজের বিশাল জাতীয় পতাকা অঙ্কন করে তার ওপর দাঁড়িয়ে অনুষ্ঠান উপস্থাপনাসহ নাচ ও গান চলে নির্বিঘ্নে। এই অনুষ্ঠান ভিডিও ধারণ করে তা নিজেদের ফেসবুক আইডিতে আপলোড করেন। পতাকা অবমাননার এমন ঘটনায় চলে আলোচনা ও সমালোচনা। এমন ঘটনা ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তদন্তে নামেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সত্যতা পেয়ে গতকাল বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষকের উপস্থিতিতে শুনানি হয়। এ সময় তিনি ক্ষমা চাইলেও কেন তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না মর্মে আগামী চার দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর-এ-আলম ভূঁইয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তদন্ত করে সত্যতা পাওয়া গেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অভিযুক্ত শিক্ষিকা ফাতেমা আক্তার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটা জাতীয় পতাকাসদৃশ আলপনা ছিল। এটা নিয়ে যে এত বাড়াবাড়ি হবে বুঝতে পারিনি। তার পরও তদন্ত টিমের কাছে ক্ষমা চেয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া ইয়াসমিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘটনা জানতে পেরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>