<p style="text-align:justify">জাতীয় পার্টির কো- চেয়ারম্যান ও রংপুর সিটির সদ্য বিদায়ী মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ভারতে বাংলাদেশি দূতাবাসে হামলা ও জাতীয় পতাকার অবমাননা জেনেভা কনভেনশনের পরিপন্থী। এ থেকে ভারতকে বেরিয়ে আসা জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে প্রতিবেশীর সম্পর্ক বিরাজমান, তা অব্যাহত থাকুক আমরা এটা চাই। </p> <p style="text-align:justify">আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির রংপুর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে ‘সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্র দিবস’ উপলক্ষে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। </p> <p style="text-align:justify">মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, পার্শ্ববর্তী দেশ উসকানিমূলক পরিস্থিতি তৈরি করে দেশকে অস্থিতিশীল করছে। অস্থিতিশীল পরিবেশ মোকাবেলায় জাতীয় পার্টি সব সময় সোচ্চার ভূমিকা পালন করবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সিরাজগঞ্জে ফাঁকা মাঠে উত্তাপ ছড়াচ্ছে বিএনপি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/06/1733488770-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সিরাজগঞ্জে ফাঁকা মাঠে উত্তাপ ছড়াচ্ছে বিএনপি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/06/1454550" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বর্তমান সরকারের সমালোচনা করে জাতীয় পার্টির এই শীর্ষ নেতা বলেন, আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করছে, এটা টিক না। বৈষম্যবিরোধী আন্দোলনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে, আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছে। কচি-কাঁচাদের কথা শুনে দেশকে বিভক্ত করবেন না। ঐক্যের ডাক দিলে সবাইকে ঐক্যবদ্ধভাবে নিয়ে কাজ করতে হবে, কাউকে বাদ দিয়ে নয়। জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগের দোসর ছিল না। </p> <p style="text-align:justify">মোস্তফা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যে গায়েবি মামলা হয়েছিল, ঠিক বর্তমান সরকারের আমলেও গায়েবি মামলা হচ্ছে। এতে নিরপরাধ মানুষ হয়রানির শিকার হচ্ছে। </p> <p style="text-align:justify">এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাজী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান নাজিম সহ জেলা, মহানগর এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।</p>