<p>কুড়িগ্রামের উলিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামকে হত‌্যার প্রতিবা‌দ ও দোষী‌দের গ্রেপ্তার ক‌রে দ্রুত বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন ক‌রে‌ছে উপ‌জেলা বিএন‌পি ও অঙ্গসংগঠ‌নের নেতাকর্মীরা। গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে শহ‌রের মস‌জিদুল হুদা মো‌ড়ে এই কর্মসূচি পা‌লিত হয়। এর আগে গত র‌বিবার শহরজু‌ড়ে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে দল‌টির নেতাকর্মীরা। ঘণ্টাব‌্যা‌পী মানববন্ধ‌নে বক্তারা আশরাফুল ইসলামকে বর্বরোচিত হত্যার প্রতিবাদ ও দোষী‌দের দ্রুত গ্রেপ্তার ক‌রে সুষ্ঠু বিচার দা‌বি করেন।</p> <p> </p> <p> </p>