কুড়িগ্রামের উলিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে শহরের মসজিদুল হুদা মোড়ে এই কর্মসূচি পালিত হয়। এর আগে গত রবিবার শহরজুড়ে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা আশরাফুল ইসলামকে বর্বরোচিত হত্যার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার দাবি করেন।
যুবদল নেতা হত্যার বিচার দাবি
আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম
সম্পর্কিত খবর

‘প্রত্নকথা’ ভ্রমণবইয়ের মোড়ক উন্মোচন
মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রত্ননগরী খ্যাত মুন্সীগঞ্জের ইতিহাস-ঐতিহ্যকে ধরে রাখা, জেলার পর্যটনকে সমৃদ্ধ করা ও আগামীর প্রজন্মের কাছে এগুলোকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে ঐতিহ্য সমৃদ্ধ সচিত্র ভ্রমণবই ‘প্রত্নকথা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত ‘প্রত্নকথা’র মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। ভ্রমণবইটি প্রকশানার বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে এ ধরনের একটি ভ্রমণবই প্রকাশ করতে পেরেছি এবং আজকে এত সুন্দর একটি আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এটির মোড়ক উন্মোচন করতে পেরেছি।’
।

নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের দাবি
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

‘নকল নয়, মেধা হোক মূল শক্তি’ প্রতিপাদ্য স্লোগান নিয়ে এসএসসি পরীক্ষা সামনে রেখে নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক। গতকাল সোমবার সকাল ১০টায় চরফ্যাশন সরকারি কলেজ, সরকারি টিবি স্কুলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি পেশ করে। শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কোচিং ও প্রাইভেট নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রে নকলের মহোৎসব চলে।

কাঙ্ক্ষিত বৃষ্টিতে স্বস্তি মিলেছে চাঁপাইয়ে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে নতুন মৌসুম। বেড়ে উঠছে গুঁটি। গাছ পরিচর্যা চলছে জোরেশোরে। এদিকে ইরি-বোরো ধানও মাঠে বেড়ে উঠছে।

সংক্ষিপ্ত
চাকরিচ্যুতিকে কেন্দ্র করে শ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চাকরিচ্যুতিকে কেন্দ্র করে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) ‘এক্সেল শিওর শুজ’ নামের একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সিইপিজেডের প্রবেশপথের অদূরে বিমানবন্দর অভিমুখী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে দুপুর ১২টার দিকে তাঁদের সড়ক থেকে তুলে দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। জানা গেছে, সম্প্রতি বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির ৪০ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়।