ঢাকা, বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫
১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬

ঢাকা, বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫
১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
রায়পুরা

অস্ত্রের ঝনঝনানি, ৬ মাসে ১৩ খুন

  • * সেনা ক্যাম্প স্থাপনের প্রস্তাব * দ্রুত যৌথ বাহিনীর অভিযান
আব্দুল কাদির, রায়পুরা (নরসিংদী)
আব্দুল কাদির, রায়পুরা (নরসিংদী)
শেয়ার
অস্ত্রের ঝনঝনানি, ৬ মাসে ১৩ খুন

আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্ব নিয়ে নরসিংদীর রায়পুরায় গেল ছয় মাসে দুজন জনপ্রতিনিধিসহ ১৩ জন খুন হয়েছে। এর মধ্যে আটজন প্রাণ হারায় গুলিতে। উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নে একই দিনে হত্যাকাণ্ডের শিকার হয় নারী ও শিশুসহ ছয়জন।

অনুসন্ধানে জানা যায়, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের আগে ও পরে থানা ও কারাগার থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র চলে গেছে জেল পালানো আসামি ও সন্ত্রাসীগোষ্ঠীর হাতে, যা এখনো পুরোপুরি উদ্ধার করতে পারেনি পুলিশ।

সর্বশেষ ২৬ জানুয়ারি উপজেলার চরাঞ্চলে আগ্নেয়াস্ত্র ও পুলিশের ভেস্ট পরে সংঘর্ষে জড়ায় সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের অনুসারীরা। আগে থেকেই চরাঞ্চলে বিপুল পরিমাণে দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র থাকার কথা জানায় প্রশাসন। গেল ছয় মাসে উপজেলার শ্রীনগরে ছয়জন, চান্দেরকান্দিতে দুজন, বাঁশগাড়ীতে দুজন, মরজাল, নিলক্ষা ও অলিপুরা ইউনিয়নে একজন করে নিহত হয়। নিহত ওই ১৩ জনের মধ্যে গুলিতে আটজন মারা গেছে।
অন্য পাঁচজনকে টেঁটাবিদ্ধ, কুপিয়ে, মারধর ও বিভিন্ন কৌশল অবলম্বন করে হত্যা করা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা কম থাকার সুযোগে ৫ আগস্টের পর বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো। উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে চরাঞ্চল গঠিত। এখানে প্রায়ই আধিপত্য ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে লিপ্ত হয় দুটি পক্ষ।

সেখানে টেঁটার বদলে বর্তমানে বেড়েছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার।

গেল বছরের ২২ আগস্ট উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদে স্থানীয় দলিললেখক সোহেল মিয়া ও আবু হানিফ জাকারিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়। নিহতরা হলো ওই ইউনিয়নের বাঘাইকান্দির বাসিন্দা আনিছ, সিদ্দিক, ফিরোজা বেগম, সায়দাবাদের বাসিন্দা আমির হোসেন, বাদল ও জুনায়েদ মিয়া। এ ঘটনার এক মাস পর ২৮ সেপ্টেম্বর মরজাল ইউনিয়ন ছাত্রদলকর্মী জুনায়েদ আল হাবিবকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেন একই ইউনিয়নের নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতারা। এরপর ২৪ নভেম্বর অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগরে একটি পেঁয়াজক্ষেত থেকে অটোরিকশাচালক কামরুজ্জামানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

১ ডিসেম্বর উপজেলার বাঁশগাড়ীতে প্রতিপক্ষের কিল-ঘুষিতে মৃত্যু হয় পল্লী চিকিৎসক আব্দুল্লাহর। ওই ঘটনার চার দিন পর ৫ ডিসেম্বর উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য মানিক মিয়া ও সাবেক মহিলা ইউপি সদস্য কল্পনা বেগম নিহত হন।

আধিপত্য বিস্তার নিয়ে ২৬ জানুয়ারি চরাঞ্চলে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হকের অনুসারীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। ওই সময় সাবেক চেয়ারম্যানের অনুসারী আলমগীর হোসেন আলম গুলিবিদ্ধ হয়ে মারা যান। আগ্নেয়াস্ত্র ও নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া পুলিশের ভেস্ট পরে সংঘর্ষে নেমে আহত হন বর্তমান চেয়ারম্যানের অনুসারী রুবেল মিয়া। একই রাতে নিলক্ষা ইউনিয়নে মেঘনা নদী থেকে হাত-পা বাঁধা ট্রলারচালক হাবি মিয়ার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

জানা যায়, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলেও হোতাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার বলেন, ৫ আগস্টের পর বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।

চরাঞ্চলে ছয়টি ইউনিয়ন নিয়ে একটি থানা গঠন এবং শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা গেলে অপরাধ কমে আসবে বলে জানান চানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোমেন সরকার।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, আমরা সেনাবাহিনী ও র‌্যাবের সহযোগিতা চেয়েছি। অস্ত্র ও আসামি গ্রেপ্তারে শিগগিরই চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হবে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, খবর পেয়েছি কারগার থেকে লুট হওয়া অনেক অস্ত্র চরাঞ্চলে আছে। শিগগিরই যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করা হবে। সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে একটি সেনা ক্যাম্প স্থাপনসহ রায়পুরা থানা ও তিনটি ফাঁড়িতে পুলিশ সদস্যের সংখ্যা বাড়ানোর জন্য চিঠি পাঠানো হয়েছে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

বাঁশের সামগ্রী

শেয়ার
বাঁশের সামগ্রী
গ্রামাঞ্চলে বাঁশের তৈরি নানা সামগ্রী নিত্যব্যবহার্য পণ্য হিসেবে সমাদৃত। ৬০ থেকে ৮০ টাকায় খাঁচা, ১০০ থেকে ২০০ টাকায় ডালি বিক্রি করেন কারিগররা। সম্প্রতি বাঁশের তৈরি পাখির খাঁচা ও ডালির দেখা পাওয়া গেল বগুড়ার দুপচাঁচিয়ার তালোরে। ছবি : ঠাণ্ডা আজাদ
মন্তব্য

চসিকের একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন ১৪ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চসিকের একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন ১৪ জন

এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন ড. সলিমুল্লাহ খান, তামিম ইকবাল খানসহ ১৪ জন। আজ বুধবার বিকেল ৪টায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম মাঠে অমর একুশে বইমেলা মঞ্চে তাঁদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা স্মারক ও পুরস্কার। গত সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণায় প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় লায়ন কামরুন মালেক, সংগীতে নকিব খান, সাংবাদিকতায় জাহিদুল করিম কচি এবং ক্রীড়ায় তামিম ইকবাল খান।

কথাসাহিত্যে প্রফেসর আসহাব উদ্দীন (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় প্রফেসর ড. সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশু-চিকিৎসা সাহিত্যে প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিললুর রহমান এবং অনুবাদে ফারজানা রহমান শিমুকে সাহিত্য পুরস্কার দেওয়া হবে।

মন্তব্য

পিরোজপুরে ৪১টি দোকান পুড়ে ছাই

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
পিরোজপুরে ৪১টি দোকান পুড়ে ছাই

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরের মাছ বাজারসংলগ্ন এলাকায় ৩০টি দোকান ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় শতকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে বাজারের মাসুদ নামের এক ইলেকট্রনিকস ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইক থেকে আগুন নেভাতে এলাকাবাসীর সহায়তা চাওয়া হয়। একই সঙ্গে নেছারাবাদ ফায়ার সার্ভিসকে ফোন দিলে প্রথমে নেছারাবাদ ফায়ার সার্ভিস পরে বরিশাল, বানারীপাড়া, পিরোজপুর ও কাউখালী ফায়ার স্টেশনকর্মীরা এসে স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর কাজ করেন। ততক্ষণে বাজারের প্রায় ৩০টি দোকান পুড়ে যায়।
মিয়ারহাট বাজার সমিতির সাধারণ সম্পাদক বাদল বেপারী বলেন, বাজারের ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক শতকোটি টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া বাজারে ১১টি দোকান ভস্মীভূত হয়েছে।

মন্তব্য

৩ বছর লড়াইয়ের পর চেয়ারম্যান মাহফুজার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
শেয়ার
৩ বছর লড়াইয়ের পর চেয়ারম্যান মাহফুজার

দীর্ঘ তিন বছর আইনি লড়াই শেষে আদালতের রায়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন মাহফুজার রহমান। গত সোমবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের কনফারেন্স রুমে শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। জানা যায়, রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ২০২১ সালে ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী হিসেবে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী মাজহারুল ইসলাম লেবুর নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

পরে নির্বাচনে কারচুপির অভিযোগে জেলা জজ আদালতে মামলা করেন জাতীয় পার্টির প্রার্থী মাহফুজার রহমান। পরে উচ্চ আদালতের আদেশে ফের ভোট গণনায় মাহফুজার রহমান ৩০৩ ভোট বেশি পেয়ে জয়যুক্ত হন। দেরিতে হলেও আদালতের রায়ে নির্বাচিত হয়ে শপথগ্রহণ করায় উচ্ছ্বসিত মাহফুজার রহমান। শপথগ্রহণ শেষে গঙ্গাচড়ার জনগণের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিগত আওয়ামী সরকারের লোকজন তিন বছর আগে আমাকে ঠকিয়ে রাত ১টার সময় তাঁদের প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ