বরগুনায় অটোরিকশার চাপায় হাবিবা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশের চার জেলায় বাবা-ছেলেসহ আরো সাতজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত—
বরগুনা : তালতলীতে গতকাল রবিবার দুপুরে মাদরাসায় যাওয়ার পথে অটোরিকশার চাপায় হাবিবা নামের এক শিশু নিহত হয়েছে। নিহত হাবিবা একই এলাকার আব্দুস সালাম মুন্সীর মেয়ে ও আশরাফুল উলুম মাদরাসার শিক্ষার্থী।
জানা যায়, দুপুরে মাদরাসায় ঢোকার সময় একটি অটোরিকশা হাবিবাকে চাপা দেয়।
ভাঙ্গুড়া (পাবনা) : গত শনিবার ভাঙ্গুড়ার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুনায়েদ আহমেদ (৪) ও তার বাবা সুলাইমান খাঁর মৃত্যু হয়েছে। সুলাইমান উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক ভটভটিচালক, এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন চালক আল আমিন (২৬) এবং সদর উপজেলার সায়েম আলী (৫)। গতকাল দুটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ফরিদপুর : ফরিদপুরে তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহতের ঘটনা ঘটেছে। গতকাল শিবরামপুর বাসস্ট্যান্ডসংলগ্ন আখ সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী। নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেলচালক নয়ন শেখ ও মদনদিয়া গ্রামের শাজাহান শেখ।
গৌরনদী (বরিশাল) : গতকাল দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর সাউদের খাল এলাকায় সড়ক দুর্ঘটনায় মজিবুর রহমান মোল্লা (৭০) নামের একজন নিহত হয়েছেন।