খুলনায় ত্রিভুজ প্রেমের বলি তাজকির

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় ত্রিভুজ প্রেমের বলি তাজকির

প্রেমিকার আমন্ত্রণে খুলনায় এসে ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন ঢাকার শিক্ষার্থী তাজকির আহম্মেদ (২৬)। গত ২১ ফেব্রুয়ারি ঢাকা থেকে খুলনা এসে নিখোঁজ হন তাজকির। ২৭ ফেব্রুয়ারি ভৈরব নদ থেকে তাঁর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে লোমহর্ষক হত্যার ঘটনা।

নিহত তাজকির নড়াইলের লোহাগড়া উপজেলার ঝউডাঙ্গা গ্রামের মুরাদ হোসেনের ছেলে। তিনি ঢাকার প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। গতকাল সোমবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, খালিশপুরের বিআইডিসি রোডের মো. জলিল হাওলাদারের মেয়ে সুরাইয়া আক্তার সীমার বছর তিনেক আগে পরিবারের অমতে হাউজিং এলাকার মন্টু মিয়ার ছেলে ইসমাইল হোসেন অভির সঙ্গে বিয়ে হয়।

কিন্তু অল্প সময়ে তাঁদের ছাড়াছাড়ি হয়ে য়ায়। এরপর অভি দেশের বাইরে চলে যায়। এ অবস্থায় তাজকির আহম্মেদের সঙ্গে সুরাইয়া আক্তার সীমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে ডিভোর্সের সাত-আট মাস পর অভিও দেশে ফিরে এসে সাবেক স্ত্রী সীমার সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করেন।
শুরু হয় ত্রিভুজ প্রেম। দুই প্রেমিককে বুঝতে না দিয়ে সীমা একই সঙ্গে দুটি মোবাইল ফোনসেট ব্যবহার করতেন। পারিবারিকভাবে সীমা ও অভির বিষয়টি সবাই জানলেও তাজকিরের বিষয় কেউ জানত না। কিন্তু হঠাৎ সাবেক স্বামী অভি সীমার সঙ্গে তাজকিরের সম্পর্কের বিষয়টি জেনে যায়। তাই তাজকিরকে শায়েস্তা করার ফন্দি আঁটে অভি।
সে সীমার ব্যবহৃত ফোন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাজকিরকে খুলনা আসার আমন্ত্রণ জানায়। তাজকির ২১ ফেব্রুয়ারি খুলনার গোয়ালখালীতে আসার পর নিখোঁজ হন।

পুলিশ জানায়, তাজকির খুলনা এলে অভি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাঁর বন্ধুদের সহায়তায় তাঁকে অপহরণ করে নিজ বাসায় নিয়ে যান। সেখানে নির্যাতনের এক পর্যায়ে ফাঁস দিয়ে মৃত্যু নিশ্চিত করেন। পরে চার বন্ধু মিলে তাজকিরের মরদেহ ভৈরব নদে ফেলে দেন। গত ২৭ ফেব্রুয়ারি পুলিশ সেটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ফেরির পরীক্ষামূলক যাত্রা প্রথম বাস গেল সন্দ্বীপে

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ফেরির পরীক্ষামূলক যাত্রা প্রথম বাস গেল সন্দ্বীপে

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে পরীক্ষামূলক ফেরি সার্ভিসের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বাসযাত্রী হয়ে বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে পৌঁছল ৪১ জন যাত্রী। এই প্রথম দেশের মূল ভূখণ্ড থেকে যাত্রী নিয়ে কোনো বাস বিচ্ছিন্ন সন্দ্বীপে পৌঁছল। বিকেল ৩টায় সন্দ্বীপের এনাম নাহার মোড়ে যাত্রী নিয়ে পৌঁছে লুসাই পরিবহনের বাসটি। চট্টগ্রাম শহরের হালিশহর বিডিআর মাঠ থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে যায় এটি এবং বাঁশবাড়িয়া ফেরি ঘাটে গিয়ে পৌঁছে ১২টা ৪৫ মিনিটে।

পরে দুপুর ১টা ২০ মিনিটে ফেরি কপোতাক্ষতে চড়ে ২টা ২০ মিনিটে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে পৌঁছে সেটি। ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে সন্দ্বীপ চ্যানেলে ফেরি সার্ভিস শুরু হবে।

মন্তব্য

গাজায় হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
গাজায় হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গত বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তাঁরা। মিছিলটি ছাত্রী হল হয়ে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে শহীদ মিনার এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, যুদ্ধ বিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের নারী ও শিশুদের ওপর ইসরায়েল যে নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা বাংলাদেশ থেকে তার তীব্র নিন্দা জানাই।

মন্তব্য
সংক্ষিপ্ত

কমলগঞ্জে ‘প্রাইমেট ফেয়ার’ অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জ প্রতিনিধি
শেয়ার
কমলগঞ্জে ‘প্রাইমেট ফেয়ার’ অনুষ্ঠিত
লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যপ্রাণীর উপকারিতাবিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন। ছবি : কালের কণ্ঠ

প্রাইমেট বা বানর গোত্রীয় প্রাণীদের পরিচিতি, তাদের বাসস্থান ও সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে মানুষ ও সংস্কৃতি, দুয়ে মিলে বাঁচাবে আমাদের প্রকৃতি প্রতিপাদ্য নিয়ে প্রাইমেট ফেয়ার-২০২৫ শীর্ষক মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বাঘমারা বিটের ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ মেলায় চা-বাগানের শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। মেলায় বায়োস্কোপের মাধ্যমে শিশু-কিশোরদের বানর গোত্রীয় প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

মেলায় উপস্থিত ছিলেন প্রাইমেট ফেয়ারের মূল পরিকল্পনাকারী এবং আহ্বায়ক বন্যপ্রাণী গবেষক মার্জান মারিয়া, বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা মাহফুজ আহমেদ রাসেল প্রমুখ।

 

মন্তব্য

মাদক বিক্রির প্রতিবাদ করায় মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
মাদক বিক্রির প্রতিবাদ করায় মামলা

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করায় স্কুলছাত্রসহ ১০ তরুণ-যুবকের নামে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী আবুল কালাম জহিরের বিরুদ্ধে। ছয়টি মাদক মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত এই মাদক ব্যবসায়ী সদর উপজেলার লতিফপুর গ্রামের অধিবাসী। লতিফপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, জহির কয়েক বছর ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। জহিরকে একাধিকবার স্থানীয় লোকজন সাবধান করে মাদক ব্যবসা ছাড়তে বলে।

এতে ক্ষিপ্ত হয়ে ৮ সেপ্টেম্বর জহির বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল আদালতে একটি মামলা করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ