প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন (এলডিডিপি) প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ রংপুরের তারাগঞ্জ উপজেলা কর্মকর্তা কে এম ইফতেখারুলের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন প্রকল্পের উপকারভোগী পিজি গ্রুপের সদস্যরা। তাঁকে অপসারণে ৪৮ ঘণ্টার সময় দেন তাঁরা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রকল্পের উপকারভোগী পিজি গ্রুপ ও ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং অ্যাসোসিয়েশনের সদস্য ও স্থানীয় খামারিরা।